মুঠো মুঠো স্বপ্নের অডিটোরিয়ামে ;
কানাগলিতে পরে থাকা অন্ধ অতীত
চিহ্নের দ্বারে এসে পায় মুক্তি,
স্বাধীনতার আবাদী সবুজের নিশান !
ঠিকানাবিহীন পথেরা পাংশুটে হয়
বলে যায় অভিজ্ঞতা নামক
সঞ্চিত আলোকশিখাটি।
আমরা হাটছি শুধুই, মোৎসার্টের সিম্ফনী
সূরার মত ঘুরছে নিরন্তর, মনাঙ্গিণায় ।
আমাদের অন্ধলোকে ঘোরে প্রাগৈতিহাসিক
অদৃশ্য বিচ্যুতি, ইথারিক আকর্ষণ
নগন্য আত্মাদের বিলাপ মাখা রাত মিটিঙে!
মৃত্যুন্মাদ শবপোকারা উল্লাস করে,
আমাদের মৃত্যু, তাদের উৎসব।
কবিতার পান্ডুলিপি ধূসর হয়ে আসে,
কালের যাত্রায়- আমাদের ক্লান্তি, অত:পর সুপ্তি।
পোশাক বদল ঘটে, নির্বাক সময়ের
আবর্জনার বাস্কেটে ঠাই, এটো জামাটির।
সাথে তার চলে যায় ধূলোর মতন জমাট
কিছু স্মৃতিকণা।
জানুয়ারী ১০, ২০১২
উৎসর্গ : ব্লগের একেবারেই নিভৃতচারী কবি সোহরাব সুমন ভাইকে। সুমন ভাই এর সাথে আমার ব্লগিং ইন্টার এ্যাকশন খুবই কম হয়। তখাপি যখনই আমি উনাকে অনুরোধ করেছি উনি আমার কবিতা ইংরেজিতে অনুবাদ করে দিয়ে আমাকে কৃতজ্ঞ করেছেন। উনার প্রতি রইল শ্রদ্ধা এবং ভালবাসা।
বি.দ্র : কবিতাটি এর আগে কোথাও আপলোড করা হয় নি। এটি প্রকাশিত কাব্যগ্রন্থ মৌনমুখর বেলার কোন কবিতা নয়।