প্রথমে আমরা যে ছবিটি দেখছি, এটি নদীর বুকে ভেলা নিয়ে ভেসে চলা তিন কিশোরের ছবি । জীবনকে উপভোগ করছে তারা নিজেদের মত করে । আমার নিজের খুব ইচ্ছা করছিল নেমে পড়ি । কিন্তু .......
এর পরে আপনার যে ছবিটি দেখছেন এটি কিন্তু কোন দূর গায়ের ছবি নয়, এটি ঢাকার অদূরে আশুলিয়া থেকে তোলা । ছবিটি তোলার সময়ে এবং চারপাশের পরিবেশ আর তীব্র বাতাস দেখে মনে হচ্ছিল আমি যেন কোন ছোট্ট গ্রামের মাঠে হেটে বেড়াচ্ছি ।
বট বৃক্ষ তলে লোহিত বরণ ধেণু .....
এর পরের ছবিটি সাগরের । আমরা সাগরে গেলে কত রকমের ছবি তুলি । ঢেউয়ের, মেঘের কিংবা সূর্যাস্তের । অনেক সময়েই সাগরের ফেনার কথা আমরা ভুলে যাই । এই ছবিটি সাগরের ফেনার ...
এর পরের ছবিটি ব্লগে খুব বেশি আনকমন হবার সম্ভাবনা কম । কারণ কিছু দিন আগে ব্লগার রেজু আপু (রেজওয়ানা = আমি+ া) এই শাপলা ফুল নিয়ে পোস্টে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন । আমার এই ছবিটা অবশ্য সুদূর বান্দরবানের.....
এর পরের ছবিটা আমার নিজের খুব পছন্দের । পাতার উপরে বৃষ্টির জল খুব সুন্দর একটা ব্যাপার । খুব কাছ থেকে ছবিটা নিয়েছিলাম । দেখুনতো কেমন লাগে ??
এর পরের ছবিটা একটি প্রবালের । আপনারা সবাই প্রবাল দেখেছেন । আমিও দেখেছি । তবুও সাগরের বুকে প্রবাল প্রাচীর দেখে আমরা মুগ্ধ হই । সে জন্যই এই ছবি
এবারে একটা সম্পূর্ণ ভিন্ন ধারার ছবি । আমি বছর তিনেক আগে উত্তরবঙ্গ ভ্রমণে গিয়েছিলাম । সেখানে তোলা পাহাড়পুরের কিছু ছবি আছে । তার থেকে একটা শেয়ার করলাম । এই ছবিটা মোবাইলে তোলা ।
আমি মনে করি আমাদের বাংলাদেশ সবার । এদেশের বাঙ্গালীদের যেমন ভোরের সূর্যে নিজেকে দেখে বলার অধিকার আছে আমি বাঙ্গালী এবং বাংলাদেশী, তেমনি এদেশের হাজারো পাহাড়ি জাতিগোষ্ঠীর বলার অধিকার আছে আমি আদিবাসী এবং বাংলাদেশী । সামান্য আদিবাসী শব্দটার হাজার ব্যাখ্যা দেবার কোন যুক্তি দেখি না । পরিস্থিতি অযথা ঘোলাটে করা হচ্ছে । এই পোস্টের মাধ্যমে আমি এর প্রতিবাদ জানাই এবং আদিবাসী পাহাড়ি জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা ব্যাক্ত করছি । এই ছবিটি একজন বয়োজ্যেষ্ঠ আদিবাসী নারীর ।
উনি ত্রিপুরা সম্প্রদায় ভুক্ত । এই মহিলার ছবি প্রচ্ছদে ব্যবহার করে ঢাকা ভার্সিটির একজন শিক্ষক একটি বই প্রকাশ করেছিলেন আতিবাসীদের উপরে । বইটা যেদিন দেখেছিলাম, সেদিন খুব ভাল লেগেছিল ।
এর পরের ছবিটি শ্বাসমূল যুক্ত গাছের । গাছঠি কি গাছ ছিল বলতে পারব না, কারণ উদ্ভিদ বিদ্যায় বিশেস করে উদ্ভিদ চেনায় আমার জ্ঞান শূণ্যের কোঠায়......
আজকের পোস্টের সর্বশেষ ছবি এই সূর্যাস্তের ছবিটা । এটা আমি তুলেছিলাম বান্দরবানে । সাঙ্গু বা শঙ্খ নদীর বুক চিড়ে যখন আমাদের নৌকো চলছিল তখন ।
কেমন লাগল ছবি গুলো । টেকনিক্যাল সমস্যার কারণে আপলোডে একটু সমস্যা হয়েছে । যাই হোক আপনার ভাল থাকুন, নিজের দেশকে জানুন ।
পরের পর্বের লিঙ্ক - জীবনের নানা রঙ - পর্ব ২
উৎসর্গ : নিভৃতচারী ব্লগার প্রিয় সাইরাস হেলাল মামাকে উৎসর্গ করছি । আপনি একজন ফটোগ্রাফার শুনেছি । আপনার ছবি পোস্ট দেখতে চাই ।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৯