বন্ধুরা পরীক্ষা শেষ । আহ্ কী আনন্দ !! আমার ব্লগে এত দিন খালি কবিতাই পোস্ট করতাম, অনেকেই হয়ত ঢুকতেন না । কবিতা কবিতা কবিতা , ভালো লাগে?? তাই আজ ছবি । আমা করি আপনাদের ভালো লাগবে ।
প্রথম যে ছবিটা দেখছেন ওটা বসন্ত উৎসবের । পরের টা নদীর তীরে, আমি দাড়িয়ে সন্ধাবেলায়।
৩য় ছবিটায় আমি নাটোর রাজবাড়ির মন্দির প্রাঙ্গনে
চতুর্থ ছবিতে আমি বান্দরবানে, একটি পাহাড়ি ছড়ার নীচে ।
সুন্দর একটি ঝরণার সামনে আমি এটার নাম চিংড়ি
সিলেটের চা বাগান এ না গেলে কেমন হয় বলুনতো ??
সিলেট বিভাগে গেলেন, আর মাধবকুন্ডে যাবেন না, তাই হয় না কি??
নয়নাভিরাম বগা লেক, আমার মনে হয় সবার যাওয়া উচিত ।
যারা একটু উপর থেকে সাগর দেখেছেন,তারা সাগরের আরেকটা রূপ খুঁজে পাবেন ; আমি নিশ্চিত । হিমছড়ি !!
বান্দরবান, আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা । এমনকি সেন্টমার্টিন্স থেকেও । তো এখানে পাহাড়ের সুদৃশ্য একটু শেয়ার করি ।
সেন্টমার্টিন্স না গেলে কি হয়, তিনবার গিয়েছি । অনেক সুন্দর ছবি তোলা আছে । আগামীতে পৃথক পোস্টে দেব ইনশাল্লাহ্ ।
এই পোস্টেই আরো কিছু ছবি আপলোড করবো । TO BE CONTINUED