যদি ইচ্ছে হয়, তবে বোল-
না হয়-বোল না।
কিছুই আসবে যাবে না!
কারণ,এ কবিতায় নেই কোন উপক্রমণিকা!
কিংবা কোন রুপ যবনিকা!
এ এক শ্রান্ত পথচারীর কথা-
যার হৃদয় মন প্রাণ সবই ক্লান্ত,
শতযুগের পরিশ্রান্তি ভরা দেহ।
তবু তাকে যেতে হবে বহু দূর!
গর্বিত হতে হবে অজানাকে জয়ের গৌরবে
যেতে হবে সেই লক্ষ্যে,
যেখানে গেলে সকলের মনতুষ্টি হবে!
কিন্তু এ ঘুন ধরা দেহে-
রিক্ত,হতাশাগ্রস্থ মনন নিয়ে-
সবার আশায় বোনা স্বপ্নীল হিমালয় চূড়ায়,
পারবে কী কোনদিন পৌছাতে?
জানি না কে বলে দিতে পারে-
কোথায় থামবে এই নিঃসীমের যাত্রা?
হয়ত সে এখানেই থমকে যেতে পারে-
আবার সূদুরে আগাতেও পারে!
যাই হোক-শুধু চাওয়া আমার-
এ ছোট ছোট ভুলগুলি তার;
কোরো ক্ষমা, তারে ভালবাসে আরেক বার!
২২আগষ্ট ২০০৬