আমার কবিতার
হয়েছে বিনাশ, করূণ মৃত্যু তার-
নিষ্ঠুর সময়ের হাতে ।
কালের কঙ্কাল হয়ে সাক্ষ্য দেয়-
জীর্ণ পাতা গুলো ।
সোনালি দিনগুলো মনে আসে হঠাৎ
বিষণ্নতায় ভর করে ।
এখন আমি বড্ড স্মৃতিকাতর,
পিছনে ফিরে যাই বারবার, অতীত রোমন্থনে-
কী ছিল সেই দিনগুলোতে?
ধ্বংস,মৃত্যু,বিনাশ- সবেগে ঠেলে দিয়ে
প্রাণের শেষ স্পন্দন হারাণো থেকে
ফিরে আসা ফিনিক্সের মত-
বেঁচে থাকার অনির্বচনীয় আনন্দ ;
সেই ছিল আমার কবিতা। আজ আমি
যখনই ফিরে আসি বাস্তবে, চোট পেতে হয় সবেগে
পৃথিবীর রূঢ়তা দেখে।
স্বপ্নের সেই বনপথ, দীঘল রাতে
গাছগাছালির দোল, পত্রপল্লবের মর্মর,
শেষ হয় আমার আগমনে।
সতেজ ফুল হয় নিস্তেজ আমার স্পর্শে।
একাকী নির্জন রাতে, এখনও আমি
শুয়ে থাকি মেসের সস্তা চকি খাটে।
স্বপ্ন দেখি রোজ, তবে সে সুখের নয়, বিভীষিকাময়
ভয়াল দুঃস্বপ্ন। নিঃসঙ্গ আমার হৃদয়
স্তব্ধ হয় পৃথিবীর বাস্তবতায় ।
রূঢ়তার ভাষা দেয় ক্ষত, জীর্ণ অন্তর শুষ্কতায় ভেঙে
পড়ে যায়, আমি হই হতোদ্যম ।
এখন এ দূর্যোগে বড্ড একা আমি,
লাবণীতা হয়ে তুমি নেই পাশে, কিংবা শ্রোতা হয়ে
নেই কেউ নীরার মতো কবিতা শোনবার ।
অধিকারের দাবিতে মিছিল ধরবার
তাই এ ক্লান্তি আমার, এ পড়ে যাওয়া,
এই আমার বিনাশের পথ খুঁজে নেয়া
কবিতাহীন আমি
অনর্থ বেঁচে থাকা,অনর্থ স্বপ্ন দেখা।
এটি আমার প্রথম রাইটার্স ব্লক কাটানো উপলক্ষে লেখা । এবং অনেকে এটি পড়তে গিয়ে বিভ্রান্ত হতে পারে কারণ, এখানে বেশ কিছু চরিত্রের কথা বলা আছে । যেসব কবিতা পাঠক হৃদয়ে দোলা দিয়েছিল সেসব কবিতার চরিত্র থেকে নেয়া। দৃশ্য কল্পও ওভাবেই করা । আশাকরি ভাল লাগবে ।