নিঃসীম সমুদ্র তট-
একা আমি দাড়িয়ে । হাতে বেনসনের সিগারেট;
আমার একাকীত্বের সাথী, আমার প্রেমিকা!
অবাক লাগছে ? অথচ জানো আমার কিন্ত
ভীষণ ভালো লাগছে ভাবতে- ওই যে
প্রতিটা ঢেউ ছুটে আসে নিয়ত,
কূলের কাছে, জড়িয়ে ধরে চুমু খায়;
আর আমি তখন-
চুম্বন স্পর্শ, খুঁজে নেই সুখ শলাকায় ।
প্রিয়ন্তী,আসবার কথা ছিল না তোমার?
এই সাগর সঙ্গমে,আমায় নিয়ে!
তুমি কী এসেছ আজ?
অন্য কারও দেহে,নিজের আদরটুকু বিলিয়ে দিয়ে !
নাকি তুমি ,সামনে ছড়িয়ে দেয়া-
ওই ধোয়াশায় মিলিয়ে গেছ, নিজেরই মত করে।
প্রিয়ন্তীকা! হয়ত ভালবাসতাম তোমায়,আগে-
চাইতাম বেলাভূমে কুড়াবো নুড়ি!
তবে এখন আর চাইনা তোমায়।
এখন আমি পেয়েছি সঙ্গী, আমরণ বন্ধুতা!
কেমন বাধ্যগত- মরতে চাইলেও
বাঁধা দেবে না।
প্রিয়ন্তীকা, মনে পড়ে তোমার-
নিরব জোছনাহীন সন্ধ্যা কত
কেটেছে তোমার সাথে,হৃদয়ের লেনদেনে-
ঠুনকো আড্ডায়, কিংবা
তোমার আবেগ ঝরা অধর মিলনে।
এখন, এসবের কোন দরকার পড়ে না!
এখন আমার কত প্রেমিকা!
চাইলেই চলে আসে রাতের আকর্ষণ -
নেশা ধরা রাঙা স্কচ্ ।
যে সুধা পাত্রে তাকালেই মনে হয়-
লাল আভায় ছাওয়া তোমার ঠোঁট!
আমি এক মনে পান করি;
তোমার মেখে দেয়া বিষাক্ত ওষ্ঠসুধা।
ওফ্! কী প্রবল আনন্দ, কী অসীম প্রাবল্য
তার ভালবাসায়; মাথায় তোলে
মত্ততার ঝড়-দুরন্ত সাইক্লোন, তপ্ত আগুন
জ্বালিয়ে আমায় করে অঙ্গার!
তুমি! এত ভালবাসা জানতে না মেয়ে।
প্রিয়ন্তীকা, আমি ভালো আছি
অনেক, অনেক ভালো।
মাঝে মাঝে এখন,আকাশের তারাদের-
খুব আপন মনে হয়;
চলে যেতে ইচ্ছে হয়, ওদের কাছে।
হয়ত ওরাও আমার মত একাকী বলে!!
আমি ভালই আছি । তুমি?
কেমন আছ প্রিয়ন্তীকা ?
রাত : দুটো তারিখ: ১৬.০৭.২০১০
শব্দতরী , তৃতীয় সংখ্যায় কবিতাটি প্রকাশিত হয়েছে ।