শোন, আমি ক্ষমা চাই স্বাধীনতা যুদ্ধের জন্য-
একটা একাত্তর আনবার জন্য।
ক্ষমা চাই এই ভেবে-কেন বলেছিলাম এই কথা-
একাত্তরে-দীপ্ত ডিসেম্বরে-এদেশ,
আমার-তোমার অনেক সাধনার! আর নেই বাধা,এবারই
স্বপ্ন পাবে ছোঁয়া বাস্তবতার।
ক্ষমা চাই কেন বলেছি-মোর অবুঝ ছেলেটিকে,
স্বাধীনতা,সে মুক্ত রঙিন ঘুড়ি।
কেন বলেছিলাম চঞ্চলা কিশোরী বোনটার হাত ধরে,
স্বাধীনতা মানে-লাল সবুজ শাড়ি।
ভাবি বিষণ্ণ দিনে,কেন বলেছিলাম সেদিন-আনব মুক্তি
সকল শোষিত বঞ্চিতের প্রাণে-
লজ্জা হয়,আজ তাকিয়ে সময়ের আয়নায়,দেখি নিজেই
আটকে গেছি শৃঙ্খল গহনে।
দীর্ঘ সময়!পঁয়ত্রিশটি বছর, শুধু চেষ্টাই করে গেলাম
বাধব প্রাণ একটু আশা ডোরে!
হয়েছি ব্যর্থ। হে সহিষ্ণু জাতি, হে নিরীহ বাঙালিরা-
ক্ষমা করে দিও,এ অধমেরে।
ক্ষমা কোরো অগ্নিঝরা দিন,যখন বিরুলিয়া গ্রামবাসীরা
শুনেছিল আমার নির্ভীক উচ্চারণ!
আমার সোনার বাংলায়-কোন পাপিষ্ঠের,কোন রাজাকারের
হবে না ঠাই,পাবে না কোন আসন।
আজ ক্ষমা চাই-ওদের কাছে,যাদের বলেছি-ওরে জালিম,
জোকের দল-হোক দেশটা স্বাধীন;
এরপর পাবি বিচারের রায়-দেখবি কেমন করে তোদের
সেঁধিয়ে দেবে মাটি,করবে অন্তরীণ।
হে যুদ্ধাপরাধী,নিপীড়ক অমানুষের দল-ক্ষমা কর্ আমায়
সেদিনের কথা রাখতে পারিনি বলে;
বাকরুদ্ধ আমি নীরবে জল ফেলি, যখন হাঁটু গেড়ে ঠুকি
সেলাম সেদিনের কথা ভুলে।
এক বুক কষ্ট, তবু ক্ষমা চাই-যাদের বলেছিলাম,এইতো
আর কটা দিন, এর পরে
চারদিক উজ্জ্বল করে আসবে নানা রঙের আলো,
সব কালো যাবে দূরে সরে।
ক্ষমা করে দিও বিপ্লবী হে, নির্ভীক সিংহ হৃদয়
কানসাটের আলোর সৈনিকেরা;
গড়লে ইতিহাস তোমরা,লজ্জার ইতিহাস!আলোর দাবিতে
দিলে প্রাণ,ছেড়ে গেলে ধরা!
কার কাছে চাইব ক্ষমা ?সে ভাষা থাকে না আমার-
যখন ছোট্ট শিশু বেড়াতে গিয়ে,
আনন্দ কি জানবার আগেই, হারিয়ে যায় বর্বরতায়-
অপরূপ পৃথিবীকে বিদায় দিয়ে।
জানি না কোন ভাষাবিদ আসবে কি এদেশে কোনদিন
যে দেবে এ শিশুর মাকে সান্ত্বনা!
কোন সমব্যথী কি আসবে এগিয়ে,শোকাতুর পিতার কাছে
মুছে দিতে কাফন পড়ানোর যন্ত্রণা?
ক্ষমা চাই, যুবতী মেয়ে ফুলের পাগলপ্রায় মাতা আর
নির্বাক বিষণ্ণ পিতার কাছে।
যে ফুল দিত স্বর্গ সৌরভ,দুমড়ে মুচড়ে সমাজের ধিক্কারে-
ঝরে গেল অকালেই সে।
ক্ষমা কোরা পৃথিবী,এ মানব আর দেশকে - প্রিয় ফুল,
পারিনি নিরাপদ জীবন দিতে।
ক্ষমা কোরো অদৃষ্ট,আমি হতভাগা পঙ্গু মুক্তিযোদ্ধা বলে
আমি চলি,দেশসেবার দুশো টাকা ভাতাতে।
শেষ ক্ষমা চাই-আমার শহীদ সকল বন্ধুদের কাছে
আনর দেশ,যারা নিজের জীবন দিয়ে।
ক্ষমা কোরা তোমরা আমায়,হয়েছি ব্যর্থ আমরা সবাই
কথা দিয়ে তা ধরে রাখতে গিয়ে।
(২৬.০৭.০৬)