بسم الله الرحمن الرحيم
আসা করি আপনার বিগত অধ্যায় গুলো ভালভাবে রপ্ত করেছেন। শুরু করা যাক একটা উদাহরনের মাধ্যমে। আল্লাহর রাসুল (সাঃ) আমাদের শিখিয়েছেন। এই বাক্যে رفع কোন শব্দটি। রাসুল(সাঃ)।
আল্লাহর রাসুল (সাঃ) আমাদের শিখিয়েছেন। এখানে نصب কোনগুলো। আল্লাহর? শিখিয়েছেন? আমাদের? আল্লাহর শব্দটি এখানে نصب নয় । এ ব্যাপারে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। শিখিয়েছেন শব্দটি কি نصب ? না এটিও نصب নয় । এটি একটি ক্রিয়া বা verb, যার আরবী নাম فعل । رفع বা نصب, হল فعل এর সাথে সম্পর্কিত। মনে করে দেখুন رفع হল doer আর نصب হল Details । অর্থাৎ Doer বা Details of فعل ।
আরেকটা উদাহরন দেখা যাক, আমি গতকালকে বাড়ির বাইরে তারাতারি করে একটি আপেল খেয়েছিলাম। এখানে فعل কোনটি? খেয়েছিলাম ? এখন জিজ্ঞাসা করা যাক কে খেয়েছিল? আমি। এখানে আমি হল رفع । যখন আমি জিজ্ঞাসা করব কখন, কোথায়, কিভাবে খেয়েছিলাম তখন আমরা জানতে পারব رفع । লক্ষ করে দেখুন رفع আর نصب দুই ধরনের শব্দগুলোই আমার জিজ্ঞাসা করতে হয়েছে فعل এর ব্যাপারে প্রশ্ন করে।
এবার আসা যাক আমাদের আগের উদাহরনে আল্লাহর রাসুল (সাঃ) আমাদের শিখিয়েছেন। এখানে উত্তর হিসাবে আল্লাহর শব্দটা পাওয়ার জন্য আমাদের কি প্রশ্ন করতে হবে? আমরা কি এখানে فعل সংক্রান্ত কোন প্রশ্ন করতে পারি? নাহ! এখানে আমাদের প্রশ্ন হবে কার রাসুল ? এবং উত্তর পাব আল্লাহর। এখানে আল্লাহর শব্দটির সাথে فعل শিখিয়েছিলেন এর কোণ সম্পর্ক নেই। তাই এটা نصب নয়। ইনশাল্লাহ আজ আমরা এর ব্যাপারে শিখব। আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ন একটা ব্যাপার হল বুঝতে পারা কোন শব্দের জন্য কোন প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত। আরেকটি উদাহরন দেখা যাক ইসলাম আমাদের ধৈর্য শেখায়। এখানে فعل হল শেখায় । رفع হল ইসলাম, যা আমরা কে শেখায় জিজ্ঞাসা করে বের করতে পারি, আর نصب হল আমাদের আর ধৈর্য, যা কাকে শিখায় আর কি শিখায় জিজ্ঞাসা করে বের করতে পারি। এখানে লক্ষ করে দেখবেন رفع আর نصب সংক্রান্ত প্রশ্নে শেখায় শব্দটি জড়িত, যা হল فعل । আরেকটি উদাহরন দেখা যাকঃ আমাদের মা বাবা আমাদের সাফল্যের জন্য দুয়া করবেন।এখানে فعل হল করবেন। এখানে رفع কোন শব্দটি? মা-বাবা, যা আমরা "কে দুয়া করবেন?" বলে জানতে পারি। نصب হল সাফল্যের আর দুয়া । যা আমরা "কিসের জন্য করবেন?" আর "কি করবেন?" বলে জানতে পারি। আসা করি এই প্রশ্ন উত্তর এর ব্যাপারটা আপনাদের কাছে পরিস্কার হয়ে উঠছে। এখন আমরা আমাদের শব্দটি পাওয়ার জন্য কি প্রশ্ন করতে পারি? কার মা-বাবা? কার সাফল্য? এখানে লক্ষ করে দেখবেন যে এখানে অধিকার বা মালিকানা বুঝান হয়েছে। তাই এই শব্দ গুলো অধিকার বা মালিকানা বাচক اسم । আরবিতে এর নাম جر ।
এখন যাওয়া যাক গত পর্বের উদাহরনেঃ
আমার দাত ব্যাথা করা শুরু করেছিল। এখানে লক্ষ করে দেখুন আমার শব্দ দ্বারা দাতের উপর আমার অধিকার বা মালিকানা বুঝান হয়েছে। তাই আমার শব্দটি অধিকার বাচক اسم । আরবিতে এর নাম جر ।
তো এই পর্যন্ত আমরা اسم এর তিনটি অবস্থা শিখলাম।
ক্রিয়াকারী বা Doer যার আরবি নাম رفع
বিস্তারিত বা Details যার আরবি নাম نصب
অধিকার বা মালিকানা বাচক যার আরবি নাম جر
এখন থেকে পরবর্তি অধ্যায়ে আমরা ইনশাল্লাহ এই আরবি শব্দগুলো ব্যবহার করব।
এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউস নসীব করুন।
[ এই লিখাটি লেখকের কোন অনুমিত ছাড়াই শেয়ার এবং কপি করা যাবে। ]
আগের পর্ব সমূহঃ
আসুন আরবি শিখি ১
আসুন আরবি শিখি ১-১
১. ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪ ০