কখনো নামি নি জলে আমি
শিখি নি সাঁতার, জলে ডুবে ভাসাটাও হয় নি জানা!
তাই বুঝি জলে আমার ভীষণ ভয়!
তুমি বলেছিলে সাঁতার শেখাবে আমায়
ভেসে থাকার নানা কৌশল, দিয়েছিলে প্রতিশ্রুতি!
বার বার 'না' বলেও ঠিক কখন যে ধরেছিলাম তোমার হাত
নেমেছিলাম জলে, খানিক ভয় আর অনেকটা শিহরণে
হেঁটে চলেছিলাম গভীর থেকে গভীরে---
সাঁতারে পটু তুমি আমায় ভাসিয়ে নিয়ে এলে
মাঝ-দরিয়ায়, হাত-পা ছুঁড়লেই ভেসে থাকা যায়
সাঁতরে কূলে যাওয়া যায় বলে ছেড়ে দিলে হাত
থাকলে না পাশে, শেখালে না ভেসে থাকার ধারাপাত
আমি আঁকড়ে ধরে থাকতে চাইলাম তোমায়
হাত-পা ছুঁড়ে ভাসার চেষ্টায় ডুবতে ডুবতে
ফুসফুসের শেষ বায়ুটুকু দিয়ে ডাকলাম তোমায়--
তুমি তখন অনেক দূরে, ডুবসাঁতারে তীরে
কেউ আসুক, যে তোমার মতোই ভাসতে জানে
আগে থেকেই হাঁসীর মতো সাঁতরে চলে,
আনন্দমুখরতা থাকুক, গভীর জলে, জলকেলিতে!!
----------------
ইতোপূর্বে চতুর্মাত্রিকের অঘটনঘটনপটিয়সী থেকে প্রকাশিত এবং কবি-বন্ধু ফাহাদ চৌধুরীর পরামর্শে (সু নাকি কু-পরামর্শ জানি না অবশ্য) সামুতে পোস্ট করা হলো! :-)
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩