
এক উপরে নীল নিচে উঁচু নিচু প্রান্তর
নীলিমার সমুদ্রে সাদা মেঘে মেঘে ভরে গেলো এই অন্তুর
ইদানীং সাধু ভাষার প্রতি আমার প্রীতি আশাতীতভাবেই বাড়িয়া গিয়াছে, মনে হইতেছে নৈশচারীর বান্দ্রামীমূলক পোস্ট পড়িবার কুফল। সকল কথাতেই আজকাল আমি সাধু ভাষার ব্যবহার করিতেছি- নিজেকে বেশ সাধুজন মনে হইতেছে




লাদাখের তিন দিনের চিত্র সমন্বয়ে খোমাবহিতে আমি তিনখান সুবিশাল এলবাম খুলিলেও এক্ষণে সামুতে তিনখান পোস্ট দিয়া আপনাদিগকে বিরক্ত করিতে চাহি না। গুটিকতক চিত্র দিয়া আর স্বল্প ভাষায় তাহার বিবরণ উপস্থাপনা করিয়াই ক্ষান্ত দিতে চাই সামুকে বিদায় জানাইবার এই ক্ষণে।
দিন ১- ট্যাক্সি ভাড়া করিয়া ঘুরিলাম হেমিস গোম্পা, থিকসেয় প্যালেস ও গোম্পা, শেয় স্কুল যেই স্থানে তিন ইডিয়টের সেই চলচ্চিত্রখানির চিত্রধারণ করা হইয়াছিল, শেয় প্যালেস ও গোম্পা। মোটামুটি দৌড়ের উপর এই স্থানগুলি ঘুরিয়া দেখিলাম- আমাদিগের হাতে সময় কম বলিয়া কথা। আমাদের ট্যাক্সি ড্রাইভার নাকি ওই চলচ্চিত্রের শ্যুটিং এর সময়কালে আমির খান ও তাহার সহইডিয়টদের সহিত বিচরণ করিতেন


দুই

তিন ও মেঘ বালিকা নিয়ে যাও আমায় তোমার সাথে
ঘুরবো আমি এপার-ওপার সকাল,দুপুর, রাতে...

চার
দিন ২- আমাদিগের গাত্রে বাংলাদেশী জাতীয়তাবাদের স্বাক্ষর থাকিবার কারণে সেই বিখ্যাত প্যাঙ্গন লেকে যাইবার অনুমতি পাইলাম না

দিবস শেষে পুরাতন লেহ প্রাসাদে আসিয়া আমাদিগের সকলের হৃদয় খুশীতে বাক-বাকুম করিয়া উঠিল

এইক্ষণে একখান কথা- প্রথম দিনের ট্যাক্সি ড্রাইভার মির্জা ভাই যতই গম্ভীর ছিলেন এবং ব্যক্তিত্ব বজায় রাখিবার চেষ্টা করিলেন, দ্বিতীয় দিনের চালক রাজা ভাই ছিলেন ততই খোলামেলা এবং বাচাল প্রকৃতিরও একটু। অবাক হইলেন শুনিয়া যে আমাদিগের ভূ-খন্ডে বরফ পতিত হয় না যেইখানে উহাদিগের ডিসেম্বর মাসের তাপমান মাইনাস তিরিশ ডিগ্রী!

পাঁচ

ছয় পাহাড়ের উপর আমার বাড়ী
মেঘের সাথে গল্প,আড়ি
নীলের মাঝে স্বপ্ন আঁকি
কষ্টগুলো বুকে রাখি
নীল ক্যানভাস,আমার সুখ-দুঃখের ইতিহাস...........

সাত রঙ্গিন স্বপ্ন মিশিয়ে দিলাম নীল সাগরে

আট

নয় আধো রো্দ আধো ছায়া
আহ! জীবন কি মায়া..........
দিন ৩- এই দিবসটি নির্ধারিত ছিল প্যাংগন লেকে যাওয়ার নিমিত্তে- যেই হেতু যাওয়া হইল না আমরা দ্বিধাবিভক্ত হইয়া গেলাম- gender কে ভিত্তি করিয়া division হইল। আমরা তিন পুরুষ (!)- শিশির ভাই, রেজা ভাই এবং আমি (এহেম!- আমার কোনরকম দোষ নাই, উহারা তাহাই মনে করিয়া থাকে!) গমন করিলাম ট্রেকিং করিয়া লেহ প্যালেস এবং তাহার চাইতেও বিশাল উচ্চতার tsemo castle আর temple এ - বাকী নারীকূল কাশ্মীরি শাল কিনিতে লেহ শহরে অবস্থান করিল।আমরা এক রাস্তায় ট্রেকিং করিয়া উপরে উঠিয়া ভিন্ন রাস্তায় নামিলাম। বৈকালে চান্স পাই (আমরা ভাবিয়াছিলাম নদী) গেলাম- উহা প্রকৃতপক্ষে একখানি রাস্তার নাম।


দশ নীল আকাশ মিশে যায়, ঐ দূর সীমানায়

এগার

বার

তের

চৌদ্দ

পনের এক চিলতে রোদ্দুর আসে আমার পানে হেসে
হৃদয় কথা জমিয়ে রাখি তাকে ভালোবেসে

ষোল
লাদাখের তিনটি দিবস স্বপ্নের মতোন মনে হইতেছিল- চারিদিকে এত সৌন্দর্য! আমাদিগের ছয়জনের সকলের মুখে কেবল একটি কথাই ফিরিতেছিল- এত সুন্দর কিসের লাগিয়া? এত সৌন্দর্য যে আমাদের সহিবার ক্ষমতা নাই! যিনি এত সুন্দর কে সৃষ্টি করিয়াছেন তাহার নিকটে লাখ লাখ শুকরিয়া যে সেই সৌন্দর্য উপভোগ করিবার সুযোগ এবং শক্তি উভয়ই পাইলাম।

সতের একের উপর এক, গড়ি স্বপ্নের শুরু। উপরের নীলিমা ছোঁয়ার প্রত্যাশা বুকে নিয়ে

আঠার

ঊনিশ তপ্ত রোদে পুড়ে যাওয়া পিঠ
তবুও দাঁড়িয়ে আছি ঠিক
বৃষ্টির প্রতীক্ষায়............
আয় বৃষ্টি আয়,ঝুম বৃষ্টি আয় ।

বিশ

দৃষ্টি সুদূর...........
ইচ্ছে অসীম (ছবিটা আমরীন আপু তুলিয়া দিয়াছিল

(ছবির ছন্দময় ক্যাপশনগুলো সত্যবাদী মনোবট এর লেখা মন্তব্য হিসাবে আমার ফেসবুক এলবামে
