এক। লাদাখের ফুল
যে কোন জায়গায় গেলে প্রকৃতির ছবি তুললেও কীভাবে যেন প্রকৃতির ছোট ছোট অদ্ভুত সুন্দর জিনিসগুলো আমার ক্যামেরায় আসে না। দুঃখ যে আমার ম্যাক্রো লেন্স নেই, সাধারণ ১৮-৫৫ লেন্সে ম্যাক্রো এফেক্ট আনার চেষ্টা করি মাঝে মাঝে। এবার ইন্ডিয়ায় গিয়ে প্রথমবারের মতো আমার এরকম ছোট ছোট জিনিসের প্রতি নজর যায়- এর আগে অবশ্য একবার তুলেছিলাম গাজীপুরে। সে যাক, ভারতে তোলা ফুলগুলোর ছবি নিয়ে পোস্ট দিতে ইচ্ছে করল- ফুলগুলোর নাম আমি জানার চেষ্টা করি নি, দেখেই খুশী থাকি। পুরাতন দ্বারা অনুপ্রাণিত হয়ে তার ফিশটোগ্রাফী বা স্কাইটোগ্রাফী এর মতো আমিও ফুলটোগ্রাফী দিয়ে দিলাম।
দুই। লাদাখের ফুল
তিন। লাদাখের ফুল
চার। লেহ শহরে একটা মন্দিরের সামনের ফুল
পাঁচ। শিমলার ফুল
ছয়। শিমলার ফুল
সাত। পুরাতন মানালির একটা মন্দিরের সামনের ঘাস ফুল
আট। কেইলং এ তাঁবুর সামনের ফুল গাছের ফুল
নয়। লাদাখের হেমিস গোম্পার সামনে তোলা
দশ। কেইলং এ তাঁবুর সামনের ফুল গাছের ফুল
এগার। মানালির ফুল
বার। শিমলার ফুল
সবাইকে অনেক অনেক ফুলেল শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১১ রাত ১:৫৬