গত কয়েকটা দিনের হিসেব কষতে বসেছিলাম।
কোথা ছিলাম আর হঠাৎ করেই কোথা ছিলাম তাই ভাবছিলাম। গতকাল এক দিনেই শীতের আমেজে ভরা অদ্ভুত সুন্দর শহরটা থেকে তিন তিনটা বার বিমান বদল করে রাতে চলে আসলাম এই গরম আর ঘামে ভেজা শহরে, অথচ পরশু রাতেই ছিলাম সেখানে - যেখানে যাওয়ার জন্যে সবচেয়ে কষ্টকর আর দুঃসাহসিক পথটি বেছে নিয়েছিলাম আমরা ছ জন।
সেই এগার দিনের কাহিনী লিখা খুব কঠিন- দশ মাস লেগে যাবে হয় তো। হাজার তিনেক ছবিকে কমিয়ে তিরিশে আনাও সম্ভব নয়। তবুও ভাবলাম আমার ডায়রীর পাতার এগার দিনের হিসেবটা একটু তুলে দিই এখানে, সাথে ঈদ উপহার হিসেবে কয়েকটা ছবি (ছবি আর ভিডিও এখনো আমার পক্ষে সবগুলো একবারও দেখা সম্ভব হয় নি)।
দিন ১- ২৯ আগস্ট
এয়ার ইন্ডিয়ায় কলকাতা- নিউমার্কেট আর ফোরামে ঘুরাঘুরি- সন্ধ্যায় রাজধানী এক্সপ্রেসে দিল্লীর উদ্দেশ্যে যাত্রা
দিন ২- ৩০ আগস্ট
দলের ষষ্ঠ সদস্যকে দিপসার থেকে তুলে নেওয়া- দূর থেকে হুমায়ূনের মাজার আর ওল্ড ফোর্ট দেখা (জীবনে প্রথম আমার মেট্রোতে চড়া :!> )- শিভালিক এক্সপ্রেসে কলকা গমন
দিন ৩- ৩১ আগস্ট
রেল মটর (সেই বিখ্যাত টয় ট্রেন) এ চড়ে কলকা থেকে শিমলা গমন এবং শিমলায় অবস্থান ও ঘুরাঘুরি (ফাগু ভ্যালী, নালদেহরা গমন)
দিন ৪- ১ সেপ্টেম্বর
সারাদিন-রাত শিমলা (ট্রেকিং করে মন্দির গমন, আরো কত কী!)
দিন ৫- ২ সেপ্টেম্বর
শিমলা থেকে মানালি যাত্রা, রাতে মানালি শহরে ঘোরাঘুরি
দিন ৬- ৩ সেপ্টেম্বর
প্রত্যুষে মানালি দেখা ও পরে HPTDC এর বাসে লেহ (লাদাখ- যেখানে থ্রী এডিয়টস এর শ্যুটিং হয়েছিল

দিন ৭- ৪ সেপ্টেম্বর
ভোর চারটায় আবারো যাত্রা শুরু আর পথে altitude sickness এ আমার মতো শক্ত মানুষও কাইত

দিন ৮,৯,১০- ৫,৬ ও ৭ সেপ্টেম্বর
লেহ শহর ও তার আশেপাশের নানা প্যালেস ও গোম্পা পরিদর্শন- আনলিমিটেড ঘোরাঘুরি
দিন ১১- ৮ সেপ্টেম্বর
প্রথমে লেহ থেকে দিল্লী, ও পরে দিল্লী থেকে কলকাতা উড্ডয়ন। মহিমা ট্রাভেলসের ভুলের কারণে সংগীদের কলকাতা রেখে একদিন আগেই ট্যুরের ইতি টেনে রাত আটটায় আমার ঢাকা বিমানবন্দরে অবতরণ

গতকাল অন্যদের সাথে আমারও কলকাতায় থাকার কথা ছিল, আজ সারাদিন কলকাতা ঘুরে রাতে দেশে ফেরার কথা।

এই হলো আমার গত এগার দিনের প্যাঁচালী, প্রত্যকটা দিনের প্রতিটা মুহূর্ত রহস্য-রোমাঞ্চে ভরা- শেয়ার করতে ইচ্ছে করে; বিশেষ করে সেইদিন থেকে প্রত্যেকটা মুহূর্ত যখন টয়ট্রেনে করে আমাদের যাত্রা হলো কলকা থেকে শিমলার পথে--------------------।
রেল মটর থেকে টানেলের ছবি- যে পথে আমরা গিয়েছিলাম
নালদেহরা
রাতের শিমলা

হিমাচল প্রদেশের ট্রাডিশনাল পোষাক পরতে চাওয়ায় আমার সঙ্গিদের মত অবাক পোষাকওয়ালা বুড়া চাচা, পুরোদুস্তোর ছেলেদের গেটআপের উপর এই পোষাকে আমায় দেখে অন্যরা তো হেসে লুটোপুটি ..
শিমলা থেকে মানালি যাওয়ার পথে
মানালি থেকে কেইলং যাওয়ার পথে
কেইলং থেকে লেহ যাওয়ার পথে
লাদাখ, দ্য গেট অফ ইন্ডিয়া
থিকসেয় প্যালেস ও মোনাস্টেরি
অনন্য স্থাপতিক নকশার এই স্কুলে থ্রী এডিয়টস এর শ্যুটিং হয়েছিল- সে মি আর মি মি এর স্কুল
সিন্ধু ও আরেকটি নদীর (নাম ভুলে গেছি

ঈদ গিফট হিসেবে অনেকগুলো ছবি দিলাম

প্রত্যেকটা ছবির নীচে মনে মনে নিজ দায়িত্বে ঈদ মোবারক লিখে নিবেন।

সবাইকে ঈদের শুভেচ্ছা!! ঈদ মোবারক!! আমিও যাই ঈদ করতে......