যা আমার কাছে মুর্ছনা
তোমরা ভাবছো বিভ্রান্তি
কিচ্ছু বুঝতে পারছো না।
আমার কাছে অথৈ সাগর
তোমরা ভাবছো পুকুর, নদী-নালা
কিছুই বুঝতে পারছো না।
আমার কাছে বিশ্ব জগৎ, সমগ্রতা
তোমরা বলছ না না, তা না
আসলে কিছুই বুঝতে পারছ না।
না বোঝাটাই অধিক ভালো
একটু কেশে, অট্রহেসে
বেলায় বেলায় খেলছে ভীষন অন্য আলো
খেলুক না।
যে পাতা তার আপন ডালে
ঝড়ের রাতেও একটু দোঁলে
ঝরার বেলায় ঐ পাতারও বাতাস লাগে
লাগুক না।
যে বুঝেছে, সে বুঝেছে
কোন ভেলা তার ভাসালে সাগর
ঢেউহীন হয়।
যে বুঝেছে, সে দেখেছে
কোন আলোতে স্বপ্নগুলো
রঙীন হয়।
তোমরা কিছুই বুঝছ না.....
না দেখাটাই অধিক ভালো।
তোমরা কিছুই দেখছো না
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯