বোধ
কোথায় যাচ্ছি আমি?
অবশ্যম্ভাবী পতন? নাকি অনিবার্য নি্য়তির ফুলশয্যায়?
মৃদু আস্ফালনে বলে স্মৃতিময় শার্ট-আমাকে পড়ে নাও
তারপর বেরিয়ে পড়,ঝাঁপিয়ে পড়,খাও-যা পাও,না পাও
তুমি কি শালা কবি?নাকি ঐ ছাইপাশ খাও?
সবাই যেমন হচ্ছে তুমিও তেমন হও
তেমন হও
তেমনি হও,
যেমন করে অন্য সবাই নিঃস্ব হয়ে সবই পায়..!
কবিতার বাম গালে আলতো চুমু একে,
উত্তেজনায় ফুঁলে ওঠা কুমারী স্তনের মতোন
তোমাকে যখন... বাকিটুকু পড়ুন
