ভাবছিলাম লিখবনা, ভাল ইস্যু চলছে চলুক। তারপর মডুবাবুরা আমার উপর ক্ষিপ্ত, সমালোচনা সইবার ধাত তাদের নেই, সবে ফিরলাম হাতুড়ে ইলেক্ট্রিসিয়ান নিয়ে ওপেন হার্ট সার্জারী লিখে হওয়া স্থগিত থেকে, এবার না অক্কা পাইয়ে দেয়। ব্লগ থেকে সচেতনতার কার্যক্রম হতে পারে, কিন্তু ফৌজদারী অপরাধের তদন্ত ও শাস্তির কার্যক্রম হবে, মনে করি না। তবুও ভাল কিছু বলে পর্যবেক্ষন করছিলাম। ধন্যবাদ দিয়ে নেই ব্লগ মালিক, সংশ্লিষ্ট ব্লগার সহ যারাই বেশ সক্রিয় ভাবে কাজ করছেন।
কিন্তু না লিখে পারলাম না, যখন দেখলাম যারা সামনে আসছে তাদের মধ্যে কেউ কেউ গালিবাজ। একজন মানুষ পরাবাস্তবে গালিবাজ হলে সে কি বাস্তবে ভাল মানুষ হয়? আমার ধারণা হয় না। আপনি পরাবাস্তব বা বাস্তবে যে কোন এক জায়গায় গালিবাজ হলে আপনি আসলে গালিবাজই। কোন খানে হয়তো মুখোস দিয়ে ঢাকেন, কোন খানে মুখোস লাগে না, তাই বেরিয়ে আসেন। খেয়াল করুন কিছু বদ ছেলে বদ কর্ম ও অশ্লীলতা করেছে। তার বিপরীতে যারা আন্দোলনে আছে তাদের মধ্যে কেউ কেউ বদ ভাষা চর্চা করে। মুখের লাগাম খুলে দিয়ে ব্লগে অারো অন্যান্য ব্লগারদের অশ্লীল বাক্যবাণে জর্জরিত করে। এই পরের দল কি পূর্বের দল থেকে খুব বেশী আলাদা! আসুন অশ্লীলতা বিরোধী আন্দোলনে অশ্লীল ভাষা চর্চাকারীদের দুরে রাখি।