কানাডার পুলিশের গাড়িতে একটা স্লোগান লিখা থাকে যা আমার খুবই প্রিয়। স্লোগানটি হলো "people helping people"। আজকে ক্যালগারি রাজ্যের পুলিশের একটা উদ্যোগ তাদের স্লোগানটি আবারও মনে করিয়ে দিলো।
অনলাইনে পুরনো জিনিস কেনা-বেচা বর্তমানে সারা বিশ্বে খুবই জনপ্রিয় (কানাডার Kijiji, বাংলাদেশের বিক্রয় ডট কম, সেলবাজার, এখানেই ডট কম)। এই কেনা-বেচা প্রক্রিয়াটি চোর-বাটপার ও সন্ত্রাসীদের কাছেও খুবই জনপ্রিয়। ক্রয় কৃত পণ্য ডেলিভারি নিতে গিয়ে প্রতারকের পাল্লায় পড়ার ঘটনার বর্ণনা প্রাই বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে দেখেতা পাওয়া যায়। ক্যালগারি রাজ্যের পুলিশ আহবান জানিয়েছে Kijiji এর ক্রেতা ও বিক্রেতা পণ্য ডেলিভারি ও মূল্য পরিশোধ জেলা পুলিশ অফিসের পার্কিং লটে সম্পন্ন করতে পারবে। এখানে উল্লেখ্য যে কেনা-বেচায় পুলিশ কোন ভূমিকা রাখবে না। যেহেতু পুলিশ অফিসের পার্কিং লট ২৪ ঘণ্টা ক্যামেরা সার্ভিলেন্সে থাকে তাই ক্রেতা বা বিক্রেতা একে অন্যের সাথে প্রতারণার হাত থেকে সুরক্ষিত থাকবে। অপরাধ সংগঠিত হলে পুলিশকেই ঝামেলা পোহাতে হয় তাই নাগরিকের নিরাপত্তার জন্য স্বেচ্ছায় এগিয়ে এসেছে পুলিশ।
Kijiji transactions can be done at Calgary police parking lots as safe exchange spot
ঢাকা শহরের কোন একটা থানার দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসার বা ৬৪ টা জেলার ১ জন মাত্র পুলিশ সুপার যদি একই রকম একটা উদ্যোগ নিতো তবে পুলিশের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা একটু হলেও বাড়ত।
একবার আমি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলাম আমার সামনে ১ টা ছেলে মাত্র ২/৩ সেকেন্ডের জন্য বাস মিস করে বাসের পিছনে দৌড়াতে লাগল (অবশ্যই ফুট পথের উপর দিয়ে)। কানাডার শহর গুলোতে (বিশেষ করে ছোট শহর গুলোতে) প্রতিটি রাস্তা দিয়ে প্রতি ঘণ্টায় মাত্র ১/২ টা বাস চলে। একটা বাস মিস করলে ঐ স্থানে দাঁড়িয়ে থাকতে হবে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা অথবা ট্যাক্সি নিয়ে গন্তব্যে যেতে হবে যা ছাত্রদের পক্ষে সম্ভব না। ঐ ছেলেটি যখন দৌড়াইতেছিল ঠিক তার পাশ দিয়ে একটা পুলিশের গাড়ি যাচ্ছিল। পুলিশের গাড়িটি ছেলেটিকে দৌড়াতে দেখে নিজের গাড়ির গতি বাড়িয়ে বাসের সামনে গিয়ে বাসটিকে সিগনাল দিলো থামার জন্য। এর পরে বাসের ড্রাইভারকে বলল যে একটা ছেলে বাস মিস করেছে সে তোমার বাসের পিছনে দৌড়চ্ছিল। বাসটি ঐ স্থানে অতিরিক্ত ২/৩ মিনিট অপেক্ষা করল। এর পর ছেলেটি গিয়ে বাসে উঠার পর বাসটি ছেড়ে গেল।
কানাডার জাতীয় পাখি হলো কানাডা গিস। দেখতে বাংলাদেশি রাজ হাঁস এর মতো। একবার আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরের একটা রাস্তায় ১ টা কানাডা গিস বসে পড়ল আর উঠে না। এর পর আমাদের বিশ্ববিদ্যালয়ের পেট্রল পুলিশ এসে রাস্তাটা অর্ধে বন্ধ করে দিল নিজের কার দিয়ে। সেই সাথে ফোন দিলো পশু হসপিটালে। ১০ মিনিটের মধ্যে সাইরেন বাজিয়ে এম্বুলেন্স হাজির। পশু ডাক্তার স্ট্রেচার নিয়ে এম্বুলেন্স থেকে নেমে ঐ হাঁসটিকে জামাই আদরে হসপিটালে নিয়ে গেল। পুরো সময়টা পুলিশ অফিসারটি হাঁসটিকে প্রটেক্ট করে দাঁড়িয়ে থাকল।
কবি কুসুমকুমারী দাশ এর ভাষায় বলতে হয়
"আমাদের দেশে সেই ছেলে (পুলিশ) কবে হবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?"