প্রথমেই বলে রাখি এটা একটা বাংলা সিনেমা সংকলন, কয়েকটা সিনেমা আছে (ভালো ও হতে পারে, মন্দও হতে পারে, আমি এখনো সব দেখি নাই। কাটপিস আছে কিনা জানি না।)
অনেকেই আছেন, সিনেমা হলে গিয়ে সিনেমা কখনো দেখেন নাই, কিংবা এককালে হলে গিয়ে অনেক সিনেমা দেখতেন, এখন আর দেখেন না, পাছে পরিচিত কেউ যদি দেখে ফেলে। আসলে এখন বাংলা সিনেমার এমন অবস্হা, আপনি হল থেকে বের হলে সবাই মনে করবে, আপনি ১ টিকেটে ২ ছবি টাইপের কিছু দেখে বের হয়েছেন।
তাই যাদের এমন লজ্জ্বা লাগে, তাদের জন্য কয়েকটা সিনেমা দিলাম।
১। জমিদার বাড়ির মেয়ে
২। ঢাকাইয়া পোলা ব্যারিষ্টার মাইয়্যা
৩। থার্ড পারসন সিংগুলার নাম্বার
৪। মনপুরা
৫। লুটতরাজ
৬। দুষমনের দুষমন
৭। মুছা ভাই
৮। ভালোবাসার লাল গোলাপ
৯। রসের বাইদানী
১০। স্বামীর সংসার
১১। বীরপুরুষ
১২।ডেন্জার
১৩। জিন্দা দাফন
১৪।চশমখোর
১৫।মেজাজ গরম
এইবার হোমওয়ার্ক লন, সময় ১ সপ্তাহ।
টাস্ক ১: সবচেয়ে গরম ছিঃনেমা কোনটা
টাস্ক ২: গালাগালিতে ভরপুর ছিঃনেমা কোনটা?
টাস্ক ৩: সবচেয়ে মোটা নায়িকা কোনটা?
টাস্ক ৪: আজগুবি কাহিনী কোনটা?
টাস্ক ৫: সবচেয়ে লেভেন্ডিস মার্কা নায়ক কোনটা?
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১১ বিকাল ৩:২১