একটা বোমায় হাত-পা যখন গজালো
-------------------------------------------
অনেকবছরের চোখ নিয়মিত রায়েরবাজারে যায়।
অনেকদেয়ালের পিঠে পানপাতার যোগাঙ্কের চর্চা
এখনো হয় বটে।
এইযে যেখানটায় ব’সে আছি
এইযে সূর্যালোকের জ্যামিতিক চুম্বনে নিঃস্বরিত
রিয়েলষ্টেট ছায়া; সেই ছায়ায়মায়ায় জেগে উঠছে
চাঁদ আর জোনাকির খেলা। জেব্রাক্রসিং ধরে গজিয়ে
উঠছে বহুবছরের পুরোনহাত। তার তালুতে সবুজবন্য
পিঠেদের ছাপ। ছাপের আইলে ঘাসেরা শুয়ে ভাবছে
“আমাদের সেই পরানখেকো পাখিগুলো এখন কার?”
প্রত্যেক মানুষই তার নিজস্ব ভাবনার ট্রাফিক। এটাকে শেষধাপ
বলে কাউকে কেউ পাগল ডাকতে পারো। ক্লোরফিলের
হরতালে নাগরিক কন্ঠেরা যখন ধূসর, তখন নিউরনে
সবুজের ডঙ্কার বাজতেই পারে। রাত একটু বেহিসেবী
হলে রিকসারা মধ্যরাস্তায় শিষ দিয়ে যায়। অস্থির বিছানায় কেউ
তরঙ্গের ঢেউয়ে খুঁজে নেয় আরেক অস্থির বিছানাকে।
যন্ত্রের লেনদেনে নরনারীর ভালোবাসার টালিতে দাঁগ বাড়ে
অনেক ক্লান্তির পর স্তনবৃন্তে একটা কাঁমড় বসালেই গড়ে উঠবে
ঘাসেদের একান্ত নগর সভ্যতা।
বুকের উপর জাহাজের মাস্তুলটাই
লোভ দেখাবে
সীমানা ভেঙ্গে সীমানার।।
----------------------
আল্লাইয়ার
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১০ রাত ১:০৫