- মামা মামা, পিঁপড়া কি স্তন্যপায়ী প্রানী?
- (কান থেকে হেডফোন নামাইয়া) কিহ !!!!
- বইয়ে লেখা আছে স্তন্যপায়ী প্রাণীদের গায়ে পশম থাকে, পিপড়ার পায়েও আছে, তাই মনে হইলো।
- হইলে কি করবি ??
- পিঁপড়ার দুধের স্বাধ কেমন জানতে পারলে ভালো হইতো, যদি বিক্রি করা যায়।
- এইসব ফালতু জিনিস পাস কই ??

- মামা মামা, তোমার পেটে কি দুই-একদিনের মধ্যে ইদুরের বাচ্চা হইছে ??
- হঠাৎ ?? আমার পেটে ইদুর হতে যাবে কেনরে !!!!
- এখনো হয় নাই !!

- খাইছে রে, এর লাইগাই তো কই এমন লাগে কেন ?? (কানের ডগা মুচড়িয়ে) আর কি কি করছস সত্যি কইরা বল >-< ...
- আমি কি করলাম

- এহ! হুজুর সাহেব আসছেন, কিছু বুঝে না, আবার "মারছো কেন?" তোর আজকে খবর আছে...
- মামা কান যদি না ছাড়ো, তাহলে তুমি যে মিষ্টি খালামনির কাছে প্রেমের চিঠি লিখেছো সেটা নিয়ে পড়েছিলাম, সবাইকে বলে দেব কিন্তু....
- কিহ !! ওগুলো পেলি কি করে ?
- তুমি-ই তো বল্লে, আমার তাকের কোন বইয়ে হাত দিবি না, তাই বই না ধরে ডায়েরী খুলে পড়তে গিয়ে দেখি ভিতরে সেগুলো।
- জলদি ফেরত দাও মামা তুমি না ভালো ?
- দিব আরেকটু পেষ্ট খেতে পারবে ?? ইঁদুরের ব্যাপারটা আসল কিনা জানতে পারলে ভালো হতো।
অতঃপর ভাগিনা খানিক উত্তম মধ্যম উপহার হিসাবে পেয়ে সেদিনের মতো শ্রান্ত হলো।