রাজপথে যান-জট, উড়োসেতু সংকট,
শুরু হল পিচ-মাটি খোড়াখুড়ি,
শ-খানেক শ্রমিক আর, পিচ-পথ ছারখার
চারিদিকে ধুলোবালি ছোড়াছুড়ি,
মেঘ কয় আহারে, দেখ কিযে বাহারে
মাটিগুলো কাটিয়াছে বাছারা,
আমি যদি পানি দেই, কাদা মাটি আনি দেই,
ঘুচে যাবে মরুভূমি সাহারা,
এই বলে মেঘ চাচা, খুলিয়া বুকের খাঁচা,
ভিজায়ে দিল মরু ধরণী
যাহা এত ধুলো ছিল, কাদামাটি হয়ে গেল,
তাতে ডুবে পুরুষ আর রমনী।
অবশেষে সরকার, বলিল যে দরকার,
দ্রুত ঠিক করা এই দুর্ভোগ,
বিরোধী দলের কাজ, তারা হল নটরাজ,
এতে আছে সরাসরি সংযোগ
আসিল পুলিশ দল, ধরিয়া নিল সকল,
যারা ছিল কাজে, পরিচালনায়,
গর্ত রইয়া গেল, কাদা-পানি টলমল,
এ কেমন সমাধান ভাবি হায়।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১১