দুই ক্রোশ মনোকথা।
কৌশলী নিবৃত্ত যোজন দূরে
আমার বসবাস সন্ধ্যা হয়ে
নীলাভ রাত করেছে গৃহত্যাগী
একটি চন্দ্রের জোছনা জমাটবদ্ধ বুকে।
ক্ষনিকে কেটে যায় দুই ক্রোশ মনোকথা
কার সাথে? মন করে খেলা?
উদাস চোখে জমে ওঠে দূরন্ত আলাপ
বেখেয়ালে ছিটকে পড়ে কিছু জরুরি স্বপ্ন।
বাকিটুকু পড়ুন
