হয়তো কোন দিনের শেষে, ক্লান্ত আমি ফিরবো ঘরে,
তুমি তখন মিষ্টি হেসে বুলাবে হাত মাথার পরে,
হয়তো মেজাজ থাকবে খারাপ, বলবো এখন যাও তো দূরে,
তুমি তখন অভিমানে থাকবে, দুঠোট বাঁকা করে,
আমি তখন ভাববো মনে, কাজটা করা ঠিক হলনা,
কথায় কথায় মেজাজ গরম, মন্দ স্বভাব আর গেলনা,
বেকায়দাতে একটু হেসে, বলবো প্রিয়ে রাগ করোনা,
আমার না হয় স্বাভাব এমন তুমিও কি তা বোঝনা,
বলবে তুমি ধুত্তোরি ছাই, রাগ করে আর থাকবো কোথায়,
রাগের যে কি কারন ছিল ভুলেই গেছি তোমার কথায়।
(আজাইরা একটা কবিতা, খারাপ লাগলে কিছু করার নাই
