প্রাসংগিক বক্তব্যঃ
একজন ব্লগার ১নং সমস্যা উল্লেখপূর্বক একটা পোস্ট দিয়াছেন, সেই পোস্টের উত্তর দিতে গিয়ে এই পোস্ট টি দিতে অনুপ্রানিত হলাম। আপনাদের মতামত জানালে খুশি হবো। প্রশ্নও করতে পারেন, এই অধম উত্তর না দিতে পারলেও কোনো না কোনো পোড় খাওয়া, জ্ঞানী ব্লগার সাহায্য করতে পারবেন ইনশাল্লাহ।
পর্ব ১: Click This Link
সমস্যা নং - ৬: বউ আপনাকে কথায় কথায় খোচা মারে - "তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ, এই জীবনে কি দিলা আমাকে?"
উত্তরঃ ধৈর্য ধুরন, লম্বা দম নিন - তারপর শান্তভাবে বলুন - "আমি আমাকেই দিয়ে দিছে তোমাকে"। (সংবিধিবদ্ধ সতর্কীকরন: ভুলেও চেহারাতে কষ্ট/ক্ষোভ/দু:খ প্রকাশ করবেনা, বরং আধা-রোমান্টিকভাবে বলুন। আবার পুরোপুরি রোমান্টিক হলে বিপদ আছে)। বজ্রবাণ আসতে পারে, শান্ত থাকুন, প্রতিউত্তর দেয়া থেকে বিরত থাকুন। তাতক্ষনিকভাব বাকা কথা বললেও কিছুক্ষন পরে আপনার কথাটা নিশ্চিতভাবে পজিটিভলি নিবে। কিছুক্ষন পরে চা খেতে পারবেন - বিনা অনুরোধে। গ্যারান্টেড (ইনশাল্লাহ)।
সমস্যা নং - ৭: অফিসের ব্যস্ততায় ফোন ধরতে পারেন নি অথবা সংক্ষেপে কথা বলায় রেগে গেছে? প্রতিক্রিয়া দেখার সম্ভাবনা আছে?"
উত্তরঃ
ক. বাসায় ফেরার আগে শ্বশুরকূলের কুশলাদি জেনে বাসায় ফিরুন। কোনো কিছু বলার আগেই ফোনের গল্প শুরু করুন।
অথবা,
খ. 'দিজ গুলাব/দোলন চাঁপা ইজ ফর ইউ' মানে ফুল নিয়া বাসায় ঢুকুন।
অথবা,
গ. ম্যাংগোবার/টক জাতীয় প্রিয় কিছু সাথে নিয়ে নিন। টকে মেয়েদের লুল পড়ে। মুখতে খুলতে খুলতেই তাকে ম্যাংগোবার দিয়ে দিন। প্রাথমিক ধাক্কা কেটে যাবে ইনশাল্লাহ।
সমস্যা নং - ৮: ছুটির দিনে ঘুমাবেন, কিন্তু বায়না ধরেছে আপনাকে নিয়ে বাপের বাড়ী বেড়াতে যাবে?"
উত্তরঃ আগেই শ্বাশুড়ীকে ফোন দিন। কুশলাদি বিনিময় করুন। চামে গল্প করুন অনেক কাজ তাই ব্যস্ততার জন্য যেতে পারেন না। আপনি খুব ক্লান্ত হয়ে গেছেন কাজ করতে করতে। ছুটির দিনে একটু বিশ্রাম নিবেন, কিন্তু আপনার ইয়ে বললো আপনাদের বাসায় বেড়াতে যাবে ইত্যাদি ইত্যাদি। দেখবেন আপনার শ্বাশুড়ী আম্মা বুঝে ফেলেছেন কি বলতে চান। উনিই তার মেয়ে কে সাইজ করে দেবেন। তবে সবসময় এই রকম বুদ্ধি না খাটানোই ভালো। কার্যকারীতা নস্ট হয়ে যেতে পারে।
আজ এই পর্যন্তই! ধন্যবাদ

