আমার ব্লগে আজকে অনেকদিন পরে ঢুকলাম, ঢুকে দেখি আমার প্রোফাইলে লেখা -
"ধর্ম নিরপেক্ষতা একটা জুজু। আর নিরপেক্ষ ধর্ম হলো ইসলাম, কারন ইসলাম বিশ্বাস করে 'যার যার ধর্ম তার তার কাছে' । এবং ইসলাম কঠোর তা বাস্তবায়নে, উদার ষাধীনতায়।"
এটা লেখা ছিলো এইভাবে-
"ধর্ম নিরপেক্ষতা একটা জুজু। আর নিরপেক্ষ ধর্ম হলো ইসলাম, কারন ইসলাম বিশ্বাস করে 'যার যার ধর্ম তার তার কাছে' । এবং ইসলাম কঠোর তা বাস্তবায়নে, উদার স্বাধীনতায়।"
নাকি সিস্টেম আপগ্রেড করার সাথে সাথে 'স্বাধীনতা' পাগলা ষাঁড়ের চারিত্রিক বৈশিষ্ট্যমন্ডিত হয়ে "ষাধীনতা" হয়ে গেছে।
আপডেটের সাথে সাথে আমার স্বাধীনতা ষাঁড়ময় হয়ে গেল কিভাবে বুঝলাম নাহ!
গটনা কিতা বাহে??!!

