জামী, হামী, টুনটুনি, কুসুম, সিনথিয়া, গালিব, সাকিব, সাইফ, যুথীর দল প্রস্তুত (আসলে উন্মুখ) হয়ে আছে শীতে বেড়ানোর জন্য। মনে হচ্ছে ফাকি দেবার উপায় নাই

আমি অবাক ওদের স্মৃতি দেখে! শীতকে গতবছর (২০১০) যেভাবে ছোটরা উপভোগ করেছে সেটা বুঝতেই পারিনি! দেখুন গতশীতের কিছু ছবি। আমাকে ছবি ঘেটে স্মৃতি বের করতে হলো - আর আমাদের পিচ্চিরা সব মনে রেখে বাসার বড়দের কে তাগাদা দিচ্ছে

শীতের ভোরে ঘুরে বেড়ানো

শীতের সকালে ক্ষেতে কাজ করছে -

গাছ পর্যবেক্ষন:

কাজ শেষে ক্লান্ত, তাই বিশ্রাম:

বড়ই খেতে হবে না!

আমার দেশের মাটি, সে যে সোনার চেয়ে খাটি:

সৃষ্টি সুখের উল্লাসে:

গ্রুপিং - মেয়েদের দলের একাংশ

একটু তাতিয়ে নিচ্ছে:

কারো বেড়ানোর ইচ্ছা জেগে থাকলে আমি বা আমার পোস্ট দায়ী নয়
