



: হ্যালো দুলাভাই। আমি তো হারাইয়া গেছি। বাসা খুজে পাচ্ছি না।
: তুমি কোথায় আছো, ও আচ্ছা সোজা যেয়ে ডানে যাবা। পরের লেনেই আমাদের বাড়ি। তুমিতো এর আগে একা অনেকবার এসেছো।
: ওকে দুলাভাই, আমি যাচ্ছি।
: ঠিক আছে সমস্যা হলে আমাকে জানাইও
{ কিছুক্ষন পর }
: হ্যালো শিমুল কী বাসায় পৌছেছে?
: না, শিমুল তো এখনো আসেনি?
: আচ্ছা আমি ফোন করে দেখতেছি।
{ কিছুক্ষন পর }
: এই শালা তুমি কৈ?
: দুলাভাই আমিতো সোজা যেয়ে ডানে গেছি। চটপটির দোকানের সামনে
: ধুর শালা! তুমিতো সামনে চলে গেছো। পেছনে আসো।
: দুলাভাই আমি হারায়ে গেছি




:

{ কিছুক্ষন পর }
আমাদের অফিসের কলিগ শরীফ হন্তদন্ত হয়ে শালাকে উদ্ধারের জন্য অফিস থেকে বের হয়ে গেল




---------------------
শালার দল! দুলাভাইদের শান্তি দিলো না
