
ভেজা কাকগুলো যেনো এক একটা,
অসহায় মানবসন্তানের মুখোশ।
কোথাও তাদের ঠাঁই নেই,
ঠিক বাস্তুহীন মানুষেরা যেমন হয়!
ঐ দেখা যায়, এক বৃদ্ধ কাক,
তার অনুজকে পাখার নীচে জড়িয়ে রেখেছে,
অসীম মমতায়। যেনো সংসারের কোন বেদনা-ই,
স্পর্শ করতে না পারে সন্তানকে,
মা ও তো ঠিক তেমন করে আগলে রাখে,তার গর্ভজাতকে।
একটু মাথা গুঁজার জন্য,কাকগুলো
এ বাসা ও বাসার ছাদের নীচে আশ্রয় খুঁজে
বিপুল সন্ত্রস্ত্রে পালিয়ে যায়, ভয়াল আর্তচিৎকারে।
কাক! ছিঃ ছিঃ কি জঘন্য, কি অচ্ছুত,
এদের কেন জায়গা হবে অট্টালিকার তলে!
ঠিক তেমনি জায়গা হয়না গৃহহীন মানুষগুলোর,
তারাও তো শহুরে কাকগুলোরই মানব প্রতিচ্ছবি।
[বাইরে অঝোর ধারায় বর্ষন হচ্ছে। আমি বারান্দায় চেয়ার টেনে বৃষ্টি উৎসব করছি। হঠাৎ ই কাকগুলো দেখে................, ]
সবার মঙ্গল কামনা করছি।