
তবে নাম প্রকাশ না করার শর্তে এক জামাতি নেতা জানান, পাকিস্তান হতে কোন সাহায্য পাবেনা জামাতিরা। এমনকি সৌদি আরব হতে ও না। বিভিন্ন সমস্যায় ঐ দুটো দেশ জর্জরিত তাই জামাতিদের কোন সাহায্য করতে পারবেনা এখন।
যদি আওয়ামীলীগের সদিচ্ছা থাকে তাহলে বিচার করা খুবই সহজ। তাই ওটা নিয়ে বলা হয়েছে , সর্ব সাধারনকে বলা হবে যে এই সরকার ইসলাম বিরুধী সরকার এবং এরা জামাতি নেতা তথা ইসলামপন্হী নেতাদের ধ্বংস করে এই দেশে ইসলাম ধ্বংস করতে চায়। দেশপ্রেমিক জামাতি নেতাদের মেরে এই দেশকে সিকিমের মত ভারতের অঙ্গরাজ্য বানাতে বানাতে।
অতএব, স্লোগান হবে,
বাচাও ইসলাম, বাচাও দেশ ,
গোলাম আজমের নির্দেশ।
একটি মগবাজারিয় প্রেস বিজ্ঞপ্তি।
ছবি সূত্রঃ সূজন
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০০