কোনো কোনো গল্প, কবিতা কিংবা গান সৃষ্টির পর মনে হয়, এটাই আমার সেরা সৃষ্টি। আমার এ গানটি শেষ করার পরও এমন মনে হলো। এবং মনে হলো, আমি বোধ হয় এ গানটা সৃষ্টির জন্যই এতদিন অপেক্ষায় ছিলাম।
আরো আশ্চর্য ব্যাপার হলো, গতকাল সন্ধ্যায় (১১ এপ্রিল ২০২৫) এটি গাওয়ার সময় আমার চোখ ভিজে আসে এবং গলা ধরে যায়।
আমার লিরিকের রাফখাতায় কিছু বিক্ষিপ্ত পঙ্ক্তি ছিল। সেগুলো সামনে পড়ায় সুর তুলতে থাকি আর ইনস্ট্যান্টলি লিরিক তৈরি করতে থাকি। যে-সুরে প্রথম গেয়ে উঠি, সেটাই চূড়ান্ত সুর, লিরিকেও শুধু অল্প কয়েকটা শব্দ এদিক-সেদিক করতে হয়েছে।
প্রতিটা মানুষের জন্য সম্ভবত শৈশবই তার সেরা সময়। মানুষের মন শৈশবে ফিরে যাওয়ার জন্য নিরন্তর কাঁদে। কিন্তু শৈশবে ফিরে যাওয়া সম্ভব নয়। শৈশবের জন্য ক্রন্দন করতে করতে একসময় অন্য ভুবনের ডাক চলে আসে। এটাই অলঙ্ঘ্য নিয়তি।
গানটি আপনাদের কাছে কেমন লাগলো, খুব জানার ইচ্ছে থাকবে। অগ্রিম ধন্যবাদ সবাইকে।
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের ঘোরে রাত দুপুরে
খেলার ভুবন ছাইড়া এখন
হায়রে যাইতে হবে অন্য পুরে
১১ এপ্রিল ২০২৫
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - আমার দিনগুলি আর ফিরবে নারে - সোনারু
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
শুভ হালখাতা
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:১৯