মজার ব্যাপার ঘটে তখনি জানাশুনা কেউ এসে বুকে জড়িয়ে বলে, দোস্ত কেমন আছিস? আমি লজ্জায় মরি তখন, সামনে দন্ডায়মান আদমিকে আমি চিনিবার ন পারি! কিংবা চিনিতে পারিলেও তাহার নামটি মনে করিতে পারিতেছি না! বেচারার নাম জিজ্ঞেস করলে, কষ্ট পেতে পারে ভেবে আমি অফ যাই। আপনজনের মত করে কথা বলি। বিদায়ের বেলায় ফোন নাম্বারটা টুকে নেবার ছলে বলি- তোর নামের স্পেলিং করতো!
ব্যাপারটা তুলে ধরার একটাই কারন। আমি আজ বইমেলায় গেলাম এবং যে কারনে যাওয়া সেই 'অপর বাস্তব' এর স্টলের নামটা হজম করে ফেলা! আমি তখন অথই সাগরে ভাসি আরকি। বন্ধুরা এই স্টল যায়, ও স্টল যায়, বই কিনে... আমি হাফুস হুফুস খুজি 'অপর বাস্তব'। মাঝে নেটে সার্চও করলাম বিনে পয়সায় কিন্তু বিধি বাম... ষ্টলের নাম কোথাও নাই। ব্যাটাকে সামহোয়্যার ইন ব্র্রাউজ করতে বললাম... রাজি হলো না। অন্য প্রকাশ থেকে নির্ঝর যখন 'হিমুর বিয়ে' কিনলো তখন ফাঁক পেয়ে জিজ্ঞেস করলাম, ভাই অপর বাস্তব নামক কোন বই আছে? বেচারা... আমাকে পাবনুক ভাবছিলো!


[গাঢ়] ঘূর্নি কথা ঃ [/গাঢ়]
এখানে একখান ছোট্ট মাসিজ দেয়া দরকার। আমার জীবনে আমি বই মেলা থেকে কোন বই কিনি নাই




আমি নেটে পড়তে কমপোর্ট ফিল করিনা। কেমন যেন লাগে। এজন্য প্রিয় ব্লগার ব্যতিত অন্য সব মানুষের লেখা পড়ি না সচরাচর। প্রিয় ব্লগারদেরও বেশির ভাগ লেখা পড়া হয়না একটা অনিহার কারনে। কারন নেটে পড়তে আমার ভাল্লাগে না। মনিটরে তাকিয়ে তাকিয়ে পড়ার মধ্যে আমি মজা পাইনা, সোজা চ্যাপ্টা জবাব।
[গাঢ়] সার্জারি করা যাকঃ [/গাঢ়]
ভাবলাম বইটা ফালতু হবে। কারন একের পর এক ব্লগার অপর বাস্তব সম্পর্কে খারাপ পোষ্ট/কমেন্ট করেছে। কিন্তু তাদের ধারনা আমার সাথে প্রতারণা করেছে। স্রেফ প্রতারণা।
বইয়ের কাবার ডিজাইন থেকে শুরু করে টেঙ্ট সম্পাদনা, কাগজের মান যথেষ্ঠ মান সম্পন্ন। যারা আমার বিরোধীতা করবে তাদের জ্ঞাতার্থে বলছি... বালের অন্য প্রকাশের বইয়ের শরীরে যা আছে তার চেয়ে অপর বাস্তবে কমতি কিছু নাই। হিমুর বিয়ের কাবার ডিজাইনতো দেখলাম... বাল ডিজাইন করছে। বাইন্ডিংও ফালতু।
রাত জাইগ্যা বইটা পড়লাম। বেশির ভাগ লেখা ব্লগে পড়েছি, কিন্তু হার্ড কপি পড়ার মজাই আলাদা। খুব উপভোগ করলাম।
মুর্শেদ ভাইয়ের লেখাগুলো বরাবর দারুন। ইউনূস নিয়ে তার লেখাটা দারুন আবেগ স্পশর্ী হয়েছে। ভালো লেগেছে। বাকি বিল্লাহ চেষ্টা করিয়াছিলেন ইউনূছ মিয়াকে কপোকাত করতে, আফসোস পারেন নাই। তিনি বগি ছাড়া ট্রেইন চালাইছেন। জামাল ভাস্কর কবে যে গাঁয়ো জামাটা পাল্টাবে আল্লায়ই মালুম। তার লেখাটাও বাকি'র সাথে পাল্লা দিয়ে চলেছে। অপবাকের বিরাট ক্যাচালের অর্থ আমি বুঝি না। বানীগুচ্ছ ইউনূসের মত মানুষ থেকে আসলে ক্ষতি কি? উলটো লাভের সম্ভাবনা আছে। অত ইনফরমেটিক লেখাটার শেষ দিকে এসে বগি ফেলে লজ্জায় ট্রেন পালিয়েছে! রাসেলের পোষ্টটা নিয়ে কি বলবো? একই কথা ঘুরে ফিরে। তোমরা যে যাই বলো ভাই... বিচার মানি, কিন্তু তালগাছটা আমার!
ধর্ম নিয়ে ক্যাচালে আমি যাবো না। আমি ধর্মশূণ্য মানুষ, ধর্ম পালন করি কম, এবং মানুষকে বিভ্রান্ত করার মনমানসিকতাও নাই। যে যেমন পারুক নিজ নিজ ধর্ম পালন করুক। কিন্তু আমি যেটা বিশ্বাস করিনা সেটা পাবলিককে খাওয়ায় আমার লাভ কি? বরং আমি যেটায় বিশ্বাস করি সেটার জন্য যুদ্ধ করিলে তাহার একটা লাভ থাকে বৈকি!
শোমচৌ ধরা খাইছে ঈশ্বর নিয়ে পোষ্টাইয়া

আর কি বলার আছে। ঘুমেতো আমি শেষ। চোখ বন্ধ করে করে লিখতে হচ্ছে। সকালে উঠে কারেকশন করবো , কিছু। তবে, সম্পাদকদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সত্যিই দারুন একটা বই। নিজের লেখা আছে সেজন্য না। ইনফরমেটিক বই। নানা মুনির নানা মত, যে পড়বে সেই খুব মজা নিয়ে পড়বে আশা করি।
কৌশিক... কয়টা বই বিক্রি হলো? আর তেলাপোকার পোষ্টটার কোন তারিখ নাই কেন?
