এ্যালবাম : আঁধার-2 >> সাদা
একা এসেছি, একা-ই চলে যাব
একা পেয়েছি, একা-ই হারাবো
একা-ই আঁধারে, পথ খুঁজি কার ঘোরে
এ পথের সীমানা, জানিনা কোন সূদূরে...
একা-ই পথে পথে, হারাই অজানাতে
জানিনা ঠিকানা, শুধু জানি যেতে হবে;
একা-ই এসেছি, একা-ই চলে যাব।
এই একা চলার পথে দেখি আমি
কোমল বিধাতার মুখ,
কভু বা ভুল করে পথ হারিয়ে যাই
যেখানে প্রকৃতির বিমুখ (2)
তবু ভালো লাগে কিছু ভালোবাসা
বিষাদ সাগরের ঢেউ,
আর যেতে ইচ্ছে করে এমন কোথাও,
যেখানে যায়নি আগে কেউ
আজও মনে দোলা দিয়ে যায় সেই ছোট্ট বেলার ছোটা নীল
প্রজাপতিগুলো আজও আছে, সময়টা শুধু মলিন...
একা-ই পথে পথে, হারাই অজানাতে
জানিনা ঠিকানা, শুধু জানি যেতে হবে;
একা এসেছি, একা-ই চলে যাব
একা পেয়েছি, একা-ই হারাবো;
একা-ই আঁধারে, পথ খুঁজি কার ঘোরে
এই পথের সীমানা, জানিনা কোন সুদূরে
একা-ই পথে পথে, হারাই অজানাতে
জানিনা ঠিকানা, শুধু জানি যেতে হবে...
>>> গানটির লিংক দেয়া আছে
