মনে করেছিলাম এই সিকুয়েল আর লিখবোনা। লিখতে বসলাম আত্মগ্লানিতে। আমরা কেন শুধু ডাক্তারদের কিল মারলাম? এই সমাজে কে আমাদের ছেড়ে কথা বলছে? অপেক্ষাকৃত "নিরীহ" প্রাণী বলে আমরা শুধু ডাক্তারদের ধরলাম? আসুন দেখি পাশাপাশি রেখে ঘটনা কি হচ্ছে।
১) আমরা কক্ষনো নাকে কাঁদি না উকিল/বারিস্টার আমার চামড়া তুলে টাকা নিয়েছে। ওদের কক্ষনো কসাই ডাকি না। কারণ: সে আমাকে প্রমিস করেছে আমার হয়ে সে বাঁশটা দিয়ে দিবে। এক্কেবারে "আন ক্লিন" বাঁশ।
২) আমি একবার এক ল' কলেজে ভর্তির খোঁজ নিতে গেলে আমাকে জিজ্ঞাসা করলো "এই বছর ভর্তি হবেন না গত বছর?"
৩) আমরা সানন্দে ঘুষ দিয়ে আমাদের লোন নিয়ে নেই কক্ষনো বলিনা ব্যাংকার "কসাই "।
৪) এই সমাজে ডাক্তাররাই কেবল তাদের মেধা ও যোগ্যতা দিয়ে রোগী দেখে মরার আগের দিন পর্যন্ত সৎ উপার্জনে চলতে পারবেন। গ্যারান্টিড।
৫) একমাত্র ডাক্তার বিনা ফিতে যে পরিমান রোগী দেখে তা টাকা ছাড়া অন্য প্রফেসনের লোকেরা করে না।
৬) আমরা কেন আশা করবো ডাক্তার আমাকে সবার আগে বা বিনা টাকায় দেখবে? রোগ আমার দুর্বলতা। এটাকে পুঁজি করে মানবতার দোহাই করে আর মৌচাকের মোড়ে লেমিনেট করা কাগজ দেখিয়ে ভিক্ষা করা আমার কাছে এক।
ডাক্তারদের বলছি আপনারা প্রতিবাদ করুন আপনাদের সেই স্বজাতীয়দের :
১) যারা দালাল রাখেন রোগী ধরার জন্য।
২) যারা বিনা প্রয়োজনে রোগীকে অপারেশন টেবিলে শোয়ায়।
৩) যারা প্রেসক্রিপশনের বাঁ দিকে ডায়াগনসিস লিখে না।
৪) যারা ক্লিনিকের সাথে আঁতাত করে ভুয়া ইন্ভেস্টিগেশন লিখে।
৫) যারা ম্যালিগ্নান্ট আর বেনাইন গ্রোথ এর পার্থক্য বোঝেনা।
৬) যারা রোগীদের সাথে দুর্ব্যবহার করে।
৭) যারা দিনের পর দিন হাসপাতালের ইকুইপমেন্ট বিকল করে রাখে। নতুন ইকুইপমেন্ট এর প্যাক খোলে না।
৮) ভর্তি পরীক্ষায় ফেলকরাদের মেডিকেল এ ভর্তি করার।
৯) যারা নামের পেছনে একগাদা আলফাবেট বসায়/ভিয়েনা ডিগ্রী বসায় রোগীকে বিভ্রান্ত করার জন্য।
আপনারা প্লিজ নিজেদের হোমিও বা কলিকাতা হারবালের শ্রেণীতে নামিয়ে আনবেন না। আমরা আমাদের নিজেদের সবচেয়ে ভালবাসি আর অসুস্থ হলে নিশ্চিন্তে এই ভালবাসার শরীরটাকে আপনাদের হাতে ছেড়ে দিতে চাই। কোনো সন্দেহ মনে আনতে চাই না। প্লিজ আবার রেগে গিয়ে আমাকে "Hard bed rest, Nothing through mouth" লিখে দেবেন না !!!!!
মাত্র গুটি কয়েক ডাক্তার নামের কলংকের জন্য এই মহৎ পেশাটিকে ধ্বংশ হতে দিবেন না।