কাঁদতে ভীষন;
তখন না হয় আমায় ডাকিস ;
নাই বা হেসে সঙ্গী হলাম;
কান্না মধুর হোক সেই ক্ষণ।
ধর, একদিন তুই হারিয়ে যেতে
চাস- পালিয়ে;
তখন না হয় আমায় ডাকিস;
বন্ধনে আর বাঁধবো না তো;
সঙ্গী হবো সব ভুলিয়ে।
ধর, একদিন তুই শুনবি না আর
কোন বারণ।
তখন না হয় আমায় ডাকিস;
থাকবো নীরব ব্যথার সাথী
কষ্ট কিছু করে ধারণ।
কিন্তু যেদিন ডেকেও খুঁজে
না পাস যদি;
বুঝবি সেদিন খুঁজছি তোকে;
একলাপনায় বন্দী হয়ে
পার হতে সেই দুখের নদী।
if one day you feel like crying
call me;
i dont promise that i will make laugh
but i can cry with you.
if one day you want to run away
dont be afraid to call me;
i dont promis to ask you to stop;
but i can run with you.
if one day you dont want to listen
to anyone/ call me,
i promise to be there for you
and i promise to be very quiet.
but if one day you call
and there is no answer,
come fast to see me;
perhaps i need you.