বুকের ভেতর লুকোই তোকে- তুই ই আমার পাপ।
অচিন সূরের ভেতর খোঁজা- চেনা গানের কথা
জানা পথে পা বাড়িয়ে- না হারানোর ব্যাথা।
কাছে যাবার তীব্র সুখের আকাংক্ষাতে মন
তোর ছোঁয়া কি বিষের ছোবল? ভাবনা প্রতিক্ষণ!
অচ-লায়-তনের শেকল- চোখ রাঙানো সূর
নিয়ম নীতির আগল ভেঙে বিদ্রোহী ভাঙচুর।
ইচ্ছে করে- ডাক দিয়ে যাই-মাতাল হাওয়ার তানে,
যে যাই বলুক-ভাসবো দুজন- আবীর রাঙা প্রাণে।
তার ভ্রুকুটির মরণ বাণে- পড়লে পড়ুক বাঁধা,
হারাই কি আর?! জীবন তো ছাই- ভ্রস্টাচারের ধাঁধাঁ!
তবুও যেন দ্বিধার ধোঁয়ার মেঘে আকাশ ছাওয়া
দুরে থেকেই- ভাবনা ছোঁয়া- ভাবি, অনেক পাওয়া।
অসময়ের মুষল ঝড়ে- হরিৎ পরশ প্রাণে
তোর কষ্টের ঊম মাখানো ভালবাসার ঘ্রাণে-
নাইবা হলো সুখের যাপন- চলছে জীবন চলুক,
জ্যোৎস্নাময়ী আমার আকাশ - চন্দ্র যতোই ঢলুক।