জলকন্যা
প্রভাতী ঢেউয়ে আজ হৃদয় দোলে,
ভাসে ফুল হৃদয় পদ্ম জলে।
আজ নেই মাতম,কোন বিষণ্ণতা,
আমার স্বপ্ন রঙ্গীন খেলায় মাতা।
এ মনে আজ শিউলি,নার্গিস ফুটেছে,
সব আঁধার আড়ালে গুছিয়ে নবারুণ উঠেছে।
ও সাত সাগরের নাইয়া,
আজ তোমার সঙ্গী হব,আমায় চল লইয়া।
যে সাগর জলে মিশে আছে আমার হৃদয় রাণী,
নিশুতি রাতে যে হৃদয়ে আসে,যার নূপূর শুনি।
আজ আমি দু`চোখ ভরে তার ছায়া নেব,
ছায়াপথ-নিহারিকায় সে মায়ারূপ বিলিয়ে দেব।
জলের দেশের প্রিয়া আমার,আমার জলকন্যা।
মানবী কিনা জানা নেই,শুধু জানি সে আমার সুরাঙ্গনা।
সে মেয়ে নিঝুম দ্বীপে সদ্যফোটা মাধবীলতা,
সে যেন এক নিশ্চুপ মনের পবিত্র শতকথা।
জলকন্যা বুঝি আজ শিশির ফুল পরেছে,
আমার জন্য সোনারোদ মাখা স্বপ্ন গড়েছে।
বিশ্ববিধাতা এ কোন নিগড়ে বাঁধেন দু`টি প্রাণ !
হাওয়াতে মিশে যায় নওবত,গাঙচিলের গান।
আমি যাব আমার মন ময়ূরীর দেশে,
সৌর্যে-বীর্যে এক বীরের বেশে।
ও সাত সাগরের নাইয়া,
তোমায় মিনতি,আমায় চল লইয়া।
...........................০৬/০৯/২০০৭