শিরোনামটা দেখে আমাকে গালি দেয়াটা বিচিত্র কিছু না! কিন্তু সাভার আসলে আমাদের বাংলাদেশের মানুষের সুন্দরতম রূপটা দেখিয়ে দিয়েছে! কত্তো কিছু বলার আছে, কোনটা ছেড়ে কোনটা বলব!
শাহীনা কে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে উদ্ধারকর্মী এজাজ! তাকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে! না খেয়ে-না ঘুমিয়ে দিনরাত শুধুমাত্র উদ্ধার করতে গিয়ে একেবারেই অচেনা মানুষেরা নিজেরা নিজেদের আত্মীয় বনে গেছেন! সবাই অসুস্থ, তবু উদ্ধার তো করতে হবে!
"কসাই" বলে সম্বোধন করা ডাক্তারদের পেয়েছি! এনাম মেডিক্যালের সকল ডাক্তার, ইন্টার্নীদের প্রতি নতমস্তকে শ্রদ্ধা জানাই! দিন-রাত না খেয়ে, না টাকা নিয়ে যেভাবে আপনারা সবাই কষ্ট করেছেন, সরকারি মেডিক্যালের খেতাবটা আপনাদের প্রাপ্য! কথা দিচ্ছি, বাংলাদেশে যেকোন চিকিৎসার জন্যে আমি আপনাদের হাসপাতালেই প্রথম খোঁজ নিব! থু দেই, "এপোলো, স্কয়ার, ইউনাইটেডের মতো বনেদী হাসপাতালগুলোতে!"
আমরা পেয়েছি ইরেশ যাকেরের মতো অসাধারণ একজন অভিনেতা সরি, মানুষকে!!! যিনি বুঝিয়ে দিয়েছেন, তারকা মানেই আকাশের তারা নয়। একেবারে সাধারণ মানুষ, বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো মানুষ!
হঠাৎ দেখেছি, এক বৃদ্ধ লোক সাথে শুধু এক বোতল পানি, একটা পাউরুটি-বিস্কুট এনে লজ্জা পেয়ে বলছেন, আমার তো এই কেনারই সামর্থ্য আছে! তিনিই তো আমাদের সবচেয়ে বড় ধনী মানুষ!
আমাদের মোবাইল কোম্পানীগুলো একটা বিজ্ঞাপনের পিছনে কোটি কোটি টাকা খরচ করে, নানা দিবসে "টাচি" দেশপ্রেমের বিজ্ঞাপন বানায়! অথচ তারা সাভারে যায়নি, গিয়েছে, দুইজন বখাটে তরুণ! নিজেরাই নিজেদের মোবাইলে টাকা ভরে, মানুষকে ফ্রি কল সার্ভিস উপহার দিয়েছে, যেন উদ্ধারে সাহায্য হয়!
খুব পরিচিত কিছু প্রবাসীদেরও দেখেছি, যারা দেশের কোন খবরেই মাথা ঘামায় না, তারা পর্যন্ত কি হচ্ছে, কি হলো সব ভেবে, সাহায্যের পর সাহায্য পাঠাচ্ছে। যাদের পেপালের একাউন্ট নেই, তারা নতুন করে একাউন্ট খুলছে টাকা পাঠাবে বলে!
মানুষের সাহায্য কি জিনিস হতে পারে তা আমরা দেখেছি, অসুস্থদের জন্যে রক্তের কোন অভাব নেই। ৫০ টা হুইল চেয়ারের জায়গায় ৭০টা যোগাড় হয়ে গিয়েছে। পানি, অক্সিজেন অভাব হয় নি! যে যেভাবে পারে ছুটেছে সাভারে সাহায্যের জন্যে! ভূপেন হাজারিকা তো "মানুষ মানুষের জন্যে" এর জন্যেই গেয়েছিলেন!
আমি দেখেছি এক মা-কে! যে মৃত্যুমুখ থেকে উদ্ধারের সময় প্রথম জিজ্ঞেস করেছে, "আমার ছাওয়ালডা কই?
দুষ্প্রাপ্য টেস্ট জয়ের পরেও বাংলাদেশ দল একটুও উল্লাস করেনি! বলেছে, এই জয় সাভারের আহত-নিহতদের! এখন উল্লাসের সময় না! মুশফিকের দলকে শ্রদ্ধা-সম্মান!
এমনকি গত অনেক বছরের মধ্যে একটা পরিবর্তন দেখেছি, যখন আজ খালেদা জিয়া বলেন, "প্রধানমন্ত্রীর অনুরোধে হরতাল প্রত্যাহার করছি!" সাভারে ইফেক্ট! বিরোধী দলকে ধন্যবাদ, অন্তত একবারের জন্যে হলেও এই গুণগত পরিবর্তনের জন্যে!
আরও কত্তোকিছু আছে বলার, কতো কিছু মাথায় আসছে! আজ বরং খারাপ কিছু না বলি। শুধু ভালোটাই বলি! শাহীনাকে দিয়ে শুরু করেছিলাম, তাকে দিয়েই শেষ করি! কাল দুইবার কাঁদলাম, দুইটা চ্যানেলে তাকে উদ্ধারের রিপোর্ট দেখতে দেখতে! সেনাবাহিনীর লোকেরা, ফায়ার ব্রিগেডের উদ্ধারকর্মী; কে কাঁদেনি শাহীনার জন্যে! তার সন্তানটা দত্তক নেবার জন্যে আজ নিঃসন্তান দম্পতিদের ভিড়! কে বলে তারা নিঃসন্তান!
সাভারে নিহতরা সবাই বেহেশতবাসী হউন, এই প্রার্থনা। আহতরা সবাই সুস্থ হোন তাড়াতাড়ি!
সব ধর্ম, সব দল-মত আজ সবাই এক! একটা কথা প্রমাণিত, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই!