আমার তুমি
মেঘলা আকাশ, মেঘলা মন
অশ্রু ঝরায় দু’নয়ন
আমার তুমি করছ হেলা
ভাসিয়ে আমায় মেঘের ভেলায়
নিঠুর তুমি, নিঠুর খেলা
ঘুঘু ডাকা দুপুর বেলা
ঘুমুচ্ছো খুব আমায় ভুলে
চোখ যে আমার অশ্রু ঝিলে
সাঝের মায়ায় লাগে একা
তোমার কেন পায়না দেখা?
একটু হেসে একটু বসে
জড়াও আমায় ভালোবেসে।
রাত্রি এখন, সবযে চুপ
তুমি, আমিও তাই নিশ্চুপ
ডাকলে আমায়, আমার তুমি
এইতো আছি, তোমার আমি
ডাকলে আবার ঠেললে দূরে
পারবে আমায় থাকতে ছেড়ে?
আমি নাহয় যাবোই চলে
ভাসবে না কি চোখের জলে?
বেসেই ফেললে আমায় ভালো?
প্রেমের দ্বীপে জ্বাললে আলো
কাঁদাবো যে তোমার আমি
কাঁদছো নাকি আমার তুমি?
কুকুর
তোমাকে ভালোবেসে আমি কুকুর হয়ে গিয়েছি।
তুমি আয় আয় তু তু ডাকলেই, ছুটে গিয়েছি তোমার কাছে
তুমি ছুড়ে দিয়েছ বাসি রুটি, কখনো বাসি ভাত
যে খাবার অন্য কারো মুখেও হয়তো তুমি তুলে দিয়েছিলে
তারা কুকুর ছিলনা, মুখে তুলেই ফেলে দিয়েছে, দিয়েছে এটো করে
আর আমি সেই খাবারই পরম আনন্দে মুখে তুলে নিয়েছি
ভেবেছি সে তোমার ভালোবাসারই দান
তুমি গলায় শেকল পড়িয়েছ, ভেবেছি ভালোবাসার হার
শেকল পড়ে তোমাকেই দিয়েছি সমস্ত ভালোবাসা উজাড় করে
নিজেকে আমি এখন দুই পা দুই হাতের কুকুর ছাড়া আর কিছুই ভাবতে পারিনা।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৩ রাত ১১:২৪