somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

মিনাক্ষী
quote icon
'রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে।'
খটকা লাগল,কী জানি বানিয়ে বললেম নাকি।
ও বললে, থাক এখন যাও ও দিকে।'
সবাই নেমে গেল পরের স্টেশনে।
আমি চললেম একা।।
-রবীন্দ্রনাথ ঠাকুর
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

আয়নাবন্দী

লিখেছেন মিনাক্ষী, ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৯

মাঝে মাঝে ইচ্ছা হয় তোমার আর আমার মাঝে একটা মস্ত বড় আয়না রাখি।
বেশ কিছুদিন আগে একটা সিনেমায় দেখেছিলাম আয়নাটা।
একপাশে দাঁড়িয়ে তুমি তোমার সবচেয়ে আপনজনকে দেখবে প্রতিদিন।
আর অন্যপাশ থেকে আমি আমার প্রিয় মানুষটিকে আয়নাবন্দী করবো।
আমাদের মাঝে কতো মিল দেখো, আমাদের দু’জনের প্রিয় ব্যক্তি একই – ‘তুমি’।
ঠিক জানি, একদিন ভাববে কেউ একজন... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৬৫ বার পঠিত     like!

শিরোনামহীন -()

লিখেছেন মিনাক্ষী, ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

বয়সটি তার কুড়ির বড়, যায়না দেখে বোঝা
বললে সোজা উল্টো বুঝে, উল্টোতে পায় সোজা।
দিন-দুপুরের লোকের ভীড়ে অভিমানে কাঁদে
আদর করে যেই ছুঁয়েছি অমনি বিবাদ বাধে।
হাল হারিয়ে যখন আমি নৌকা ফেরায় তীড়ে
তখনই তার হৃদয় গলে ডাকে আপণ নীড়ে।
ঠোঁট ফুলিয়ে ব্যাথার ভারে চোখ ভাসিয়ে বলে,
"এতো বড় ভুলের দাবী কেমন করে নিলে?"
ছলছল চোখে যে তার... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ১২০ বার পঠিত     like!

নববর্ষের শুভেচ্ছা

লিখেছেন মিনাক্ষী, ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪০

আসছে আবার নতুন বছর, নতুন নতুন দিন
নতুন আশার নতুন ভাষার স্বপ্নেরা রংগীণ।
আগুন ঝরা ফাগুন দিনে নতুন করে পাওয়্‌
নতুন কেউ আসতে পারে, নতুন সুরে গাওয়া।
কিংবা কোন নতুন ঝড়ে ভুলে করা ভুলে,
স্মৃতিগুলো সাগর গড়ে লোনা চোখের কোলে ।
যেমনই হোক পুরান বছর নতুন আসছে বলে,
নববর্ষের শুভেচ্ছা তাই নতুন ছন্দ ছলে!!
বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     like!

দিনলিপি

লিখেছেন মিনাক্ষী, ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:০১

কি দিয়ে ভরবো মন?
বিকেল শেষে সাঝের ক্ষণ
কাজের শেষে বাড়ি ফেরা
খট খটিয়ে কড়া নাড়া।

এক কাপ চা গরম গরম
হাত দুখানি নরম নরম।
এনে দিয়ে গল্প করা
ভুলে গিয়ে দুঃখ জরা।।

রুটিন মাফিক দিনের মাঝে
তোমার কিংবা আমার কাজে
হঠাৎ আসে অন্য ধারা
অন্যরকম পাগল পারা।

হয়তো কোন চাঁদনী রাতে
ফুল মিলেছে খোঁপার সাথে
চেনা আমি হই অচেনা
গানের সাথে জানা শোনা।

হাত খুঁজেছে... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     like!

উপমার অভিমান

লিখেছেন মিনাক্ষী, ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৮

আমায় ঘিরে জীবন লিখো, বন্দী বইয়ের পাতায়
আমার সব গল্পগুলো প্রাণ যেন পায় গাঁথায়!
কেউবা পড়ে মুখ ডুবিয়ে, কেউবা জগৎ ভুলে
কেউবা আবার ছন্দ বলে খোঁপার বাঁধন খুলে!!
সেই যে তোমার গল্প মাঝে আমার দীঘল চুল
মেঘ ভেবে যে ছুঁতে গেলে! করবে কতো ভুল?!
আচ্ছা বাপু তুমিই বলো কেমন করে হলো?
মেঘ কি আবার হতে পারে চুলের... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৬০ বার পঠিত     like!

কণিকা

লিখেছেন মিনাক্ষী, ২০ শে জুলাই, ২০১৫ রাত ৮:১২

কণিকার সাথে আমার সম্পর্ক খুব বেশিদিনের কি?
২০১২ সালের আগস্ট মাস বোধহয়, দিনটা ঠিক মনে নেই,
আমাদের নাকি প্রথম পরিচয়। মনে রাখা হয়ে উঠেনি বলে
আগস্ট মাসের ভরদুপুরে কণিকার চোখে আষাঢ় মাসের কালো মেঘ জমে যেত হুট করেই।
ওর সেই কালো মেঘ বৃষ্টি হতে চাইতোনা খুব সহজে, যদিনা আমি অকাল বর্ষণের বরদূত হয়ে,
ওর সময়,... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৩৬ বার পঠিত     like!

হেলা - ২

লিখেছেন মিনাক্ষী, ১৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৮

বারো মাসের বর্ষাকাল আমার চোখের নীড়ে
খুঁজে বেড়ায় পলক ভুলে, মনের মানুষ টারে।
রাত্রি কাটে নিদ্রা বিহীন, দীর্ঘশ্বাসে ভারী
দেওয়াল গুলো কান পেতে রয়, শুন্যতাতে পাড়ি।
শ্রান্ত হয়ে ভোরের বেলা যেই লেগেছে চোখ
বুকের মাঝের পুরান ব্যাথা জাগায় পুরান শোক!
কোথায়, কোথায়, কোথায়, তুমি এলে বুঝি দ্বারে?
একটি তরুণ রক্ত গোলাপ নিয়ে আমার হারে?
ওগো তুমি যাওগো জেনে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     like!

বিদ্যানন্দ

লিখেছেন মিনাক্ষী, ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১০:৪৬

নন্দ ছিলো নামটি তার, হাসি-খুশি ছেলে
বিদ্যা আবার খুব পড়ুয়া, শান্ত মনের মেয়ে।
নন্দ যখন বিকেল বেলা খেলতে যেতো মাঠে
বিদ্যা তখন অংক খাতা মনোযোগে ঘাঁটে।
তাদের সাথে ছিলনা মিল কিংবা জানা-শোনা
এমন অনেক দিন গিয়েছে যায়না হাতে গোণা।
কোন এক সকাল বেলা পড়তে গেছে যখন
বাতাস এসে ছিনিয়ে নিলো লিখা পড়ার বসন।
তার পিছনে ছুটে ছুটে বিদ্যা... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     like!

অবুঝ

লিখেছেন মিনাক্ষী, ২৭ শে জুন, ২০১৫ রাত ১০:৩৭

কথা তুমি দাও, মিশবেনা তো আর
কলেজেতে ওসব মেয়ের সঙ্গ দিবে ছাড়।
ওরা তোমার মন ভুলাবে, কত কথা জানা
শুনে তুমি মুগ্ধ হবে, হবে চেনা শোনা।
ভাবছো আমি হিংসুটে খুব, মনটা উদার নয়
আমি ছাড়া তোমার হিয়া করবে কে আর জয়?
না না না না কি যে বলো!! সন্দেহ এ নয়
ভালোবাসায় মিশে আছে হারানোরই ভয়।
ওরা... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১১০ বার পঠিত     like!

অভিমান

লিখেছেন মিনাক্ষী, ২৬ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫৪

তোমার উপর মান করেছি, রাগ করেছি খুব
চোখের কোণে আষাঢ় শ্রাবণ, বৃষ্টি ঝুপ ঝুপ।
একটি বার আবার আমায় করে দেখো ফোন,
এক পলকেই আসবে নেমে কাল বোশেখের ক্ষণ।
বুকের মাঝে ব্যাথা বাজে, তোমার অপেক্ষায়
যেইনা আমায় ডাকটি দিবে, দেবনাতো সায়।
আমি হবো কাল নাগিণী, দিবো বিষের স্বাদ
ছটফটিয়ে কেঁদে কেটে জ্বলবে সারা রাত।

মান করেছি, রাগ করেছি নিলে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

স্বতন্ত্র

লিখেছেন মিনাক্ষী, ২২ শে জুন, ২০১৫ রাত ১০:৫৯

সব ফুলেতে হয় কি মালা? হাসনা হেনা যেমন
সুবাস তারি বাতাস পেলে মন যে করে কেমন!
সব ফলেতে হয় কি মিঠা? তেঁতুল ফল যেমন
মুখে নিয়ে ছোট্ট খুকী শব্দ তুলে কেমন!
সব মানুষে হয় কি মানুষ? অমানুষরা যেমন
মানবতা হারিয়ে বসে, অর্থ হারায় জীবন।

সবার দিয়ে হয়না সবি, বুঝতে হবে ভাই
নামটা তবু স্বার্থক হোক এটাই যেন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!

বিস্মৃতি

লিখেছেন মিনাক্ষী, ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৫১

পদ্ম তুলতে দিঘীর জল আরশী হতো আমার
এলো চুলে আপন ভুলে প্রতিক্ষাতে তোমার!!
ছায়া পড়ে দর্পণেতে আবার হারায় কোথায়?
তোমার ছায়া পেলামনা তো, দিবস গেল বৃথায়।
পদ্মে পদ্মে গাঁথি মালা, কথায় কথায় পদ্য
কোনটা খুব সহজ সরল, কোনটা দুর্বোধ্য।
তোমার কথা তোমার ব্যাথা তোমার ভাবনা
পদ্য মাঝে দিতাম গড়ে মনের আলপনা।
তুমি তুমি, ওগো তুমি এবার দেখা দাও
বেসুরো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

হেলা

লিখেছেন মিনাক্ষী, ২৮ শে মে, ২০১৫ রাত ৯:৪৪

নয় যে ফুলে গড়া, তবু কথার মালা
যত্ন করে পড়িয়ে দিতে সকাল সন্ধ্যাবেলা।
বুঝিনি তো তোমায়, তাই করেছি হেলা
দিন যে হারায় রাতের কাছে, হারায় কতো বেলা!
আমার নাকি চোখের কালোয় তোমার সর্বনাশ
সঙ্গী বিহীন সিঁথি দেখে ফেলো দির্ঘশ্বাস।
স্বপ্ন নাকি রোজ রোজই আমায় নিয়ে গড়া
ধরতে গেলেই যে জন কভু চায়না দিতে ধরা।
লাল নীল বা সবুজ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

কঠিন প্রেমের গল্প লিখার বৃথা চেষ্টা

লিখেছেন মিনাক্ষী, ২২ শে মে, ২০১৫ রাত ৯:৫৯

“কত্তদিন তুমি গল্প লিখোনা, এইবার একটা কঠিন প্রেমের গল্প লিখো”, বাবু বললো আমাকে। আসিফ হাসান বাবু। ভাগ্যিস, ওর নামের মাঝে বাবু আছে!! তা না হলেও তো আমি ওকে বাবু বলেই ডাকতাম!! কলেজ পড়ার সময়টাতে অনেক প্রেমিক প্রেমিকা যুগল কে বলতে শুনতাম - “জান্, তুমি কোথায়? বাবু তুমি খাইসো? জান্ তোমায়... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১১৩৯ বার পঠিত     like!

জানিনা - ৪

লিখেছেন মিনাক্ষী, ২১ শে মে, ২০১৫ রাত ৮:০৯

বিচ্ছেদেতে তপন জ্বলে, বারিদ কেন নাই?
তার বিরহে জ্বলছে ধরা আগুন যেন গায়।
বাতাস জ্বলে, আকাশ জ্বলে, বাতাস লেলিহান
প্রণয়ীণি বারিধারা গাইছে না তো গান!!
হয়তো সেদিন জৈষ্ঠ্য মাসের সাতটি দিন গত
দাবদাহেতে মানবকূল মাথা করে নত!
আয়রে আয় বৃষ্টি ধারা, রবির চিরসখী,
তোর বিরহে দিনমণির আগুণময় আঁখি।
একটু দেখার সুখের লাগি শোকের বহ্নিরূপ
সেই শোকেতে বাতাস যেন হয়ে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১০৯৬৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ