০১. যারা যুদ্ধের সময় আমার দেশের মা-বোনদের ধর্ষণ করেছে, হত্যা করেছে, ঘরবাড়ি পুড়িয়েছে, লুণ্ঠন করেছে, তাদের বিচার চাই। যাদের আংশিক তালিকা নিচে দেওয়া হলো।
০২. যারা যুদ্ধের পরে আমাদের দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ ভারতে পাচার করেছে তাদের বিচার চাই।
০৩. বিচার চাই জাবি’র সোনার ছেলে মানিকের যে স্বাধীন দেশে আমার একশত বোনকে ধর্ষণ করে সেঞ্চুরি অনুষ্ঠান করেছে।
০৪. প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাবিতে অধ্যয়নরত আমার বোন বাঁধনকে যারা বিবস্ত্র করল তাদের বিচার চাই।
০৫. মিষ্টি চেহারার ছোট্ট বোন তৃষা, কলেজছাত্রী নাহার, ইলোরা, সানী ও নাম না জানা অসংখ্য বোন বখাটেদের উৎপাত সহ্য করতে না পেরে জীবন বিলিয়ে দিয়েছে সে বখাটেদের বিচার চাই।
০৬. বিচার চাই সেসব নারীদের যারা নারী হয়েও অন্য নারীকে ইডেন কলেজ থেকে মন্ত্রী, এমপিদের বাসায় পাঠায় রাত কাটানোর জন্য। যারা পয়লা বৈশাখে শকুনের মতো ঝাঁপিয়ে পড়ে নারী দেহের ওপর। যারা আনন্দমোহন কলেজে শত শত বোনকে লাঞ্ছিত করেছে।
০৭. যারা ঢাকার রাজপথে লগি-বৈঠা দিয়ে মানুষ মেরে তার ওপর নৃত্য প্রদর্শন করে তাদের বিচার চাই।
০৮. মানবাধিকার যদি কোনো দলের মধ্যে সীমাবদ্ধ না হয়ে থাকে, যদি মানবাধিকার সবার জন্যই হয়ে থাকে, তবে মেধাবী ছাত্র আবু বকর হত্যার বিচার চাই।