আজ থেকে শুরু হয়েছে Blood Alert এর যাত্রা ।
প্রথমেই জেনে নেই Blood Alert আসলে কি ?
Blood Alert একটি স্বয়ংক্রিয় পদ্ধতি যা দ্বারা অসহায় মানুষের জন্য রক্ত সংগ্রহকারী স্বেচ্ছাসেবক গন দেশের যে কোন স্থানে থাকা অন্যান্য স্বেচ্ছাসেবক বা রক্তদানকারীদের কাছে রক্তের গ্রুপ ও রোগীর অবস্থান বিষয়ক তথ্য খুব দ্রুত আদান প্রদান করতে পারেন ।এতে রক্ত সংগ্রহ দ্রুত হয় ।
Blood Alert কিভাবে কাজ করে ?
এটি একটি স্বয়ংক্রিয় পদ্ধতি । প্রথমে একজন স্বেচ্ছাসেবক/ রোগীর আপনজন Blood Alert এর কর্মিদের সাথে যোগাযোগ করেন , এখানে বলে রাখি Blood Alert এর কর্মিদের Blood Army বলা হয় । আপনিও চাইলে যোগ দিতে পারেন এই রক্ত সৈনিক দলে । সেজন্য আপনাকে নিচের লিংকে যেতে হবে ।
http://goo.gl/Lz1Mwf
Blood Alert কর্মি তখন এই স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত সার্ভারে রোগীর প্রয়োজনীয় রক্তের গ্রুপ ও যোগাযোগের যাবতীয় তথ্য প্রদান করে ।
তথ্য প্রদান করার সাথে সাথে Blood Alert এর ডাটাবেজে সংরক্ষীত সকল রক্তদানকারী সদস্যদের মোবাইলে একটি ক্ষুদে বার্তা পাঠায় যাতে রোগীর রক্তের গ্রুপ ও যোগাযোগের তথ্য দেয়া থাকে । এভাবে দ্রুত রক্ত সংগ্রহ করতে Blood Alert কাজ করে ।
একটু গভীরভাবে বলা হলে এটা বলা যায় যে , ক্ষুদে বার্তা পাঠানোর সময় Blood Alert এর বুদ্ধিমান ডাটাবেজ শুধু মাত্র সংশ্লিষ্ঠ গ্রুপের ডোনারদের মধ্যে যারা রোগীর কাছাকাছি অবস্থান করছেন তাদের কাছে ক্ষুদে বার্তাটি আগে পাঠায় ।
আজকে প্রথম যে ক্ষুদে বার্তার মাধ্যমে Blood Alert তার যাত্রা শুরু করলো তার একটি স্কিনশট
এই রোগীটি আমাদের খুবই পরিচিত সামু ব্লগার জাহিদ ভাই'র মামা । এবং মাত্র ৩০ মিনিটের মধ্যে রক্ত সংগ্রহ হয়ে যায় । ওনার প্রতিক্রিয়া ছিলো খুব আনন্দের ।
বর্তমানে Blood Alert পদ্ধতিটির যাবতীয় ব্যায়ভার বহন করছেন এর উদ্ভাবক ও আলবারাকা ফ্যাশন গার্মেন্স ।
ভবিষ্যতে Blood Alert যা করতে চায় :
একটি সাইটে প্রয়োজনীয় রক্তের তথ্য পোস্ট করার সাথে সাথে সেটা ক্ষুদে বার্তা আকারে ডোনারের কাছে চলে যাবে ।
আশাকরি কিছু মানুষের পরিশ্রমের ফসল এই পদ্ধতিটি টিকে থাকবে আমাদের মাঝে আর আর রক্ত নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবকদের কাজকে আরও গতিশীল করবে ।
সামু ব্লগ কর্তৃপক্ষ সহ সবার আন্তরিক সাহায্য সহযোগিতা কামনণা করছি।
সবাই আমরা সবার তরে, রক্ত দিন জীবন বাচান।
** Blood Alert / ব্লাড এলার্ট**
[বি: দ্র: পদ্ধতিটি সম্পূর্ন বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ]