তখন আমরা একই গাঁয়ে থাকি
ছোট্ট গাঁয়ের মেঠোপথে দু'হাত ধরে হাঁটি।
চারচোখেতে অবাক করা আউলা বাতাস দোলে
ঘুড়ির মত মনটা মোদের দিগ্বিদিক চলে।
শ্যামল বাংলায় হুড়োহুড়ি ছুটোছুটি কত,
ফড়িং ধরার দুরন্ত নেশায় ঘাম ঝরেছে শত!
শ্যাওলা পড়া লাল দিঘীটায় থাকতো ফুটে পদ্ম,
আমরা দু'জন এঁকে যেতাম সবুজ বনের গদ্য!
এখন তুমি একলা হাঁটো দূরের মেঘমালায়,
ছোট্ট গাঁয়ে আমি থাকি টুকরো স্মৃতির জ্বালায়।
বাতাসে পাই মিছিল শ্লোগান আরো কত গান,
তুমি যদি থাকতে পাশে করতে অভিমান।
সেই গাঁয়েরই সবুজ দেশে জ্বলছে চিতার আগুন,
মুখরিত রাজপথে আর ফোটেনা সেই ফাগুন।
সেই চোখেতে স্বপ্ন হাসে শরত ভোরের মত,
যুঝে যাবো আমরা সবাই ক্লান্তি আসুক যত।
মুছিয়ে দেবো দেশের বুকে জমে থাকা ঋণ,
টুটিয়ে দেবো সকল আঁধার ফেরাবো দীপ্তিদিন।