এই দিশা কোথায় ছিলি? স্কুল তো অনেক আগেই ছুটি হয়ে গেছে! মা রাফার সাথে ছিলাম,ওর কিছু বই কেনার দরকার ছিল,কিনতে গিয়ে লেট হয়ে গেল,জবাব দেয় দিশা।যদিও মাকে মিথ্যা বলতে হল।মাকে তো বলা যায় না যে অভির সাথে ছিলাম।আজ ভালোবাসা দিবস কোথাও একটু ঘুরতে যাব তা না,বাসায় বসে কাটাতে হবে।ভাগ্যিস আজ স্কুল খোলা ছিল নয়ত অভির সাথে দেখাই হত না।আর না দেখা হলে ওর ৩ রাতের ঘুম নাই হয়ে যেত আর আমাকেও ওর কথা ভেবে জেগে থাকতে হত।ইস যদি গল্প করা যেত সারারাত কি মজাই না হত।কিন্তু ওর এস এস সি পরীক্ষা চলছে আর রাতে কারো সাথে কথা বলি শোনলে বাবা এমন বকা দিবে,আফসোস করে দিশা। আজ তার মন অনেক অনেক ভালো,অভির সাথে দেখা হল,এক সাথে আইসক্রিম খাওয়া হল।আচ্ছা আইসক্রিম তো প্রায়ই খায় কিন্তু আজকের মত এত ভালো তো লাগেনি কোনদিন? ভালবাসার মানুষটা সাথে থাকলে চারপাশ এমন রঙ্গিন হয় কেন?সব কিছুকেই ভাল লাগে,আচ্ছা এই সুখ কি সারাজীবন থাকবে? ভাবে দিশা।অভি তার পকেট মানির টাকা থেকে ওর জন্য গিফট এনেছে আজ।প্যাকেট তা খুলতে চাইলে সে বলে বাসায় নিয়ে দেখো।পছন্দ না হলে আমার খুব খারাপ লাগবে।খুশিতে জড়িয়ে ধরল অভিকে,কখন যে অভির গালে চুমো বসিয়ে দিল টেরই পেলনা দিশা।তাকিয়ে দেখে লজ্জায় লাল হয়ে আছে অভি,দিশার দিকে তাকাতেই পারছে না।উফ অভি কে নিয়ে আর পারা গেল না,ছেলেটা এত লাজুক।এই শোন এটা তোমার ভ্যালেন্টাইন গিফট,আর হা এই গিফট এর সাথে কিছু চকলেট ফ্রি আছে নাও,বলে দিশা।এখন আমাকে যেতে হবে নইলে মা চিন্তা করবে।চলে আসার সময় খুব খারাপ লাগছিল দিশার,মনে হচ্ছিল কি যেন ফেলে আসছে সে,অভির অনেক প্লান ছিল দিনটা ঘিরে।কিন্তু কি আর করা। রুমের দরজা লাগিয়ে প্যাকেট টা খুলল দিশা,দেখে তিন সেট কাচের চুড়ি,কাজল,এক জোড়া নূপুর আর একটা ভয়াবহ সুন্দর ছোট আয়না।আয়নার উপর তাকাতেই নিজেকে দেখতে পেল সে,ভাল করে তাকাতেই দেখল ছোট করে লেখা সরি দিশা তোমার চেয়ে সুন্দর কিছু খুঁজে পেলাম না । দেখে দিশা বিশ্বাস ই করতে পারছিল না অভি এত রোমান্টিক একটা ছেলে।ওকে এত ভালবাসে।কান্না চলে আসে তার।ফোনটা হাতে নেবার সাথে সাথেই কাকতালীয় ভাবে অভির ফোন আসে,হ্যালোর জবাব না দিয়েই দিশা পাগলের মত বলতে থাকে আই লাভ ইউ অভি।আমি তোমাকে অনেক অনেক ভালবাসি
ভালোবাসা দিবসে (গল্প)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এই দিশা কোথায় ছিলি? স্কুল তো অনেক আগেই ছুটি হয়ে গেছে! মা রাফার সাথে ছিলাম,ওর কিছু বই কেনার দরকার ছিল,কিনতে গিয়ে লেট হয়ে গেল,জবাব দেয় দিশা।যদিও মাকে মিথ্যা বলতে হল।মাকে তো বলা যায় না যে অভির সাথে ছিলাম।আজ ভালোবাসা দিবস কোথাও একটু ঘুরতে যাব তা না,বাসায় বসে কাটাতে হবে।ভাগ্যিস আজ স্কুল খোলা ছিল নয়ত অভির সাথে দেখাই হত না।আর না দেখা হলে ওর ৩ রাতের ঘুম নাই হয়ে যেত আর আমাকেও ওর কথা ভেবে জেগে থাকতে হত।ইস যদি গল্প করা যেত সারারাত কি মজাই না হত।কিন্তু ওর এস এস সি পরীক্ষা চলছে আর রাতে কারো সাথে কথা বলি শোনলে বাবা এমন বকা দিবে,আফসোস করে দিশা। আজ তার মন অনেক অনেক ভালো,অভির সাথে দেখা হল,এক সাথে আইসক্রিম খাওয়া হল।আচ্ছা আইসক্রিম তো প্রায়ই খায় কিন্তু আজকের মত এত ভালো তো লাগেনি কোনদিন? ভালবাসার মানুষটা সাথে থাকলে চারপাশ এমন রঙ্গিন হয় কেন?সব কিছুকেই ভাল লাগে,আচ্ছা এই সুখ কি সারাজীবন থাকবে? ভাবে দিশা।অভি তার পকেট মানির টাকা থেকে ওর জন্য গিফট এনেছে আজ।প্যাকেট তা খুলতে চাইলে সে বলে বাসায় নিয়ে দেখো।পছন্দ না হলে আমার খুব খারাপ লাগবে।খুশিতে জড়িয়ে ধরল অভিকে,কখন যে অভির গালে চুমো বসিয়ে দিল টেরই পেলনা দিশা।তাকিয়ে দেখে লজ্জায় লাল হয়ে আছে অভি,দিশার দিকে তাকাতেই পারছে না।উফ অভি কে নিয়ে আর পারা গেল না,ছেলেটা এত লাজুক।এই শোন এটা তোমার ভ্যালেন্টাইন গিফট,আর হা এই গিফট এর সাথে কিছু চকলেট ফ্রি আছে নাও,বলে দিশা।এখন আমাকে যেতে হবে নইলে মা চিন্তা করবে।চলে আসার সময় খুব খারাপ লাগছিল দিশার,মনে হচ্ছিল কি যেন ফেলে আসছে সে,অভির অনেক প্লান ছিল দিনটা ঘিরে।কিন্তু কি আর করা। রুমের দরজা লাগিয়ে প্যাকেট টা খুলল দিশা,দেখে তিন সেট কাচের চুড়ি,কাজল,এক জোড়া নূপুর আর একটা ভয়াবহ সুন্দর ছোট আয়না।আয়নার উপর তাকাতেই নিজেকে দেখতে পেল সে,ভাল করে তাকাতেই দেখল ছোট করে লেখা সরি দিশা তোমার চেয়ে সুন্দর কিছু খুঁজে পেলাম না । দেখে দিশা বিশ্বাস ই করতে পারছিল না অভি এত রোমান্টিক একটা ছেলে।ওকে এত ভালবাসে।কান্না চলে আসে তার।ফোনটা হাতে নেবার সাথে সাথেই কাকতালীয় ভাবে অভির ফোন আসে,হ্যালোর জবাব না দিয়েই দিশা পাগলের মত বলতে থাকে আই লাভ ইউ অভি।আমি তোমাকে অনেক অনেক ভালবাসি
৪টি মন্তব্য ৪টি উত্তর


আলোচিত ব্লগ
লালন সাঁইজির আধ্যাতিকতা,পরিচয় ও মানবতাবাদ
লালন সাঁই ছিলেন একজন বাউল সাধক, দার্শনিক ও মানবতাবাদী। তাঁর আধ্যাত্মিকতা মূলত গুরু-শিষ্য পরম্পরা, সাধনা ও অন্তর্জ্ঞানভিত্তিক। তিনি ধর্ম, জাতি, বর্ণভেদ মানতেন না এবং বিশ্বাস করতেন, "মানুষের ওপরে কিছু নাই।"... ...বাকিটুকু পড়ুন
আমার ছোট কালের ঈদ।
ঈদ মানেই ছিল নতুন জামা, নতুন টাকা আর আনন্দের ঝলক। ছোটবেলার সেই ঈদগুলো এখনো স্মৃতির মণিকোঠায় জ্বলজ্বল করে।
আমার নানা সোনালী ব্যাংকে চাকরি করতেন। আমি তখন... ...বাকিটুকু পড়ুন
পিটার প্যান সিনড্রোম !
প্রাপ্তবয়স্ক হয়েও দায়িত্ব নিতে না চাওয়া, বাস্তবতা এড়িয়ে চলা এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা অনেকের মাঝেই দেখা যায়। তারা শৈশবের মতো স্বাধীন, নিরুদ্বেগ জীবন... ...বাকিটুকু পড়ুন
বিএনপি কি ক্ষমতা কুক্ষিগত করবে না?
ক্ষমতায় আসার পরে বিএনপির আচরণ কেমন হবে?
এই প্রশ্নের উত্তর নিশ্চিত ভাবে দেওয়া সম্ভব না। তবে আমরা কারো আচরণ কেমন হতে পারে সেটা তার অতীত থেকে খানিকটা আন্দান করতে পারি।... ...বাকিটুকু পড়ুন
নারী
"নারী "
এ. কে . এম. রেদওয়ানূল হক নাসিফ
মন খারাপ কেন বসে আছো কেন হতাশ
ওহে আজ নারী তুমি ,
কি হয়েছে তোমার এতো , সবসময় ভাবছো কি এতো... ...বাকিটুকু পড়ুন