আজকাল আমরা সওয়াব বা পুন্য কামানোর সহজ রাস্তা পেয়ে গেছি,নামজ পড়ি আর না পড়ি ফেসবুক এ ধর্ম নিয়ে কিছু শেয়ার করে মনে করে আহ কিছু পুন্য কামাই হল,এটা ভেবে দেখি না যা শেয়ার করছি তা আমাদের মহান ধর্ম কে কতটা হাস্যকর ভাবে উত্থাপন করছে।যেসব ফেসবুক পেজ এসব প্রচার করছে হয় নির্বোধ নয়তো বেশি লাইকের আশায় আপনার আমার ধর্মের প্রতি যে ভালবাসা আছে সেটা নিয়ে খেলা করছে !




এই ছবিটা ফেসবুক এ ব্যাপক জনপ্রিয়,আসলে এ ছবি টা হচ্ছে 2010 সালের চিলির ভুমিকম্প ।
ওহ আমার কথা বিশ্বাস হচ্ছে না?? দেখুন ওইকি পিডিয়া লিঙ্ক Click This Link
যারা এটা প্রচার করছে তারা হাসছে দেখ দেখ তোমরা কত বোকা সামান্য ছবি দেখেই তোমাদের ঈমান কে নড়বড়ে করে দেয়া যায়।আর আমরা যারা না ভেবে এটা প্রচার করে ধর্ম কে হেয় করছি তারা আসলে কি ঠিক করছি?? প্লিজ জবাব টা দিয়ে যাবেন আর লেখা বা তথ্যটা শেয়ার করে দিবেন
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২৯