
মেয়েটির সাথে পরিচয় ফেসবুক এ। এক সময় ওরা বন্ধু হয়। ছেলেটি ভালবাসে জোছনা আর মেয়েটি ভালবাসে রাতের সেই তারা ভরা আকাশ। বৃষ্টি দুজনেরই খুব প্রিয় । দুজনের ভাললাগা ওদের বন্ধুত্ব কে অনেক গভীরে পৌঁছে দেয়। বন্ধুত্তের দাবি নিয়ে তাদের মাঝে শুরু হয় কত মান অভিমান। কত কথায় মান ভাঙ্গানো ।শত দুঃখ কষ্ট আনন্দ ভাগাভাগি করে নেয়া,সেটা বন্ধুত্ব ছিল নাকি তার চেয়েও বেশি তা ওরা জানত না,হয়ত জানার চেষ্টাও করত না। সময় বয়ে যায় আপন গতিতে। একদিন মেয়েটির কথায় ছেলেটি খুব কষ্ট পায়। ভীষন আভিমান হয় মেয়েটির প্রতি। ওর সাথে কথা বন্ধ করে দেয়,একটা সময় সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। মেয়েটি কিছুদিন চেষ্টাও করে মান ভাঙ্গাতে , কিন্তু ছেলেটি তাতে কোন সাড়া দেয়নি। আভিমানে মেয়েটিও হারিয়ে যায় একদিন। মাঝে কতটা বছর চলে যায়।আজ ও চাদ দেখে ছেলেটির মনে পরে মেয়েটির কথা আর ভাবে তুমি কি এখনও জোছনা দেখ? :
বাঙ্গালী বীর যাদের না চিনলে বাঙালি হিসেবে জীবন বৃথা

জোছনা আর সেই মেয়েটি
পলিটিক্যাল জোক ও একটি আষাঢ়ে ছবি





আমি বাচতে চাই,সে জন্য শেখ,জিয়া কি জিনিস না জানলেও চলবে!

আমার দেখা প্রিয় কিছু অ্যানিমেশন মুভি ( যে গুলো না দেখলে জীবন বৃথা )
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১৪