
আমি খাদ্য চাই,শিক্ষা চাই,চাই জানের নিরাপত্তা সেটা যে সরকার ই দিক না কেন,আমি নাগরিক হিসেবে সেটা পেলেই খুশি


পানি,বিদ্যু্ত,জালানি,যানজট,দ্রব্য মুল্য বৃদ্ধি,সন্ত্রাস,এসব সমস্যা এত প্রকট ভাবে আছে তার কোন সমাধানের চেস্টা না করেই একে অন্য কে অনবরত কাদা ছোড়াছুড়ি করছে,আমরা যে মানবেতর জীবন যাপন করছি সেটা নিয়ে কারও কোন মাথা ব্যথা নেই




সাধারন মানুস আছে না খেয়ে আর রাজনইতিক দল গুলু আছে নাম পরিব্ররতনের চিন্তায়, জনগনের টাকায় বাপ চাচা র জামাই আর নামে নামকরন।দেশটা মনে হয় তাদের বাবার ,উত্তরাধিকার সুত্রে পাওয়া।বাপের মাল নিজের কাজে লাগাই।ভাবটা এমন।আমরা আম জনতা না বুঝেই তাদের পক্ষ নিয়ে লাফালাফি করি। ছাত্র দল গুলর নামে সন্ত্রাসি কাজ চালায় কারা চালায় সেটা একটু ভাবি


কিছু মানুস আছি নিজের সারথ ছারাই দলের জন্য কাজ করে যাই তারা কি পারে না দলের জঙ্গাল সাফ করে দিতে?মানুসের জন্য কাজ ক র তে?? নাকি সত মানুসের বড্ড অভাব???


ধর্মীয় মুল্যবোধ নিয়ে করা হচ্ছে ব্যবসা,রাজনিতি, সাধারন মানুস দের উলটা পালটা বুঝিয়ে নিজেদের সারথে ব্যব হার করে নিচ্ছে।আর কত ছাগল বানাবে আমাদের???

কেও কেও নিজেদের ব্যর্থতা ঢাকতে টেনে আনে যুদ্ধাপরাধ,ধর্ম নিরপেক্ষতা্র মত স্পর্শকাতর বিষয় গুলো।আরে আমার পেতে ভাত না থাক লে আমরা এসব দিয়ে কি করব?? তো কেন আমি এগুলো নিয়ে মারামারি ক রব?? লাঠি নিয়ে রাস্তায় যাব? ট্রেন পোড়াব কেন? র সরকার এই সু্যোগে পুলিশ কে একটু নড়াচড়ার করতে দিবে??

তার পরও কিছু মানুসের সম্পদের পরিমান দেখলে মনে হয় দেশে গরিব নেই বললেই চলে,অসত রাজনিতিবিদ,ব্যবশায়ি,অসত সরকারি চাকুরিজিবি রা যে ভাবে জনগনের টাকায় আরাম আয়েস করে ,সম্পদ গড়ে তোলে আর আমরা সেটার মাসুল দিয়ে যাই।world bank থেকে যে ধার নেয়া হয় সেটার কতটাই বা কাজে লাগে,কারু পকেট এ যে টাকা টা যায় না সেটা কি কেও নিচ্ছ্য় তা দিতে পারবে?? ,এক টি ছোট বাচ্ছা যখন জন্ম গ্রহন করে আমরা কি চিন্তা করে দেখি তার ঊপর ও কত টা রিনের টাকা জমা হয়ে আছে?? কর দিয়ে তাকেও সেটা পরিশোধ রতে হবে,তার অধিকার হতে বঞ্ছিত থেকে।আমরা মরব আর আমাদের টাকা, তাদের সন্তানরা (সেই সব রাজনিতিবিদ,ব্যবশায়ি,অসত সরকারি চাকুরিজিবিদের) দেশের টাকা দিয়ে বিদেশে আরাম আয়েস করবে।সুইজ ব্যাঙ্ক এ ক্যাস বারাবে।র কত সহ্য ক রে যাব??
এদের চিনে রাখুন,একদিন এরাই আপনাকে ছিড়ে-খুঁড়ে খাবে
সেই সব মানুসদের বলছি জ়নতার মিছিল আসবে,আগুন জলবে চারদিকে ,পালাবার পথ আর খুজে পাবে না তোমরা...আবার মুক্তিযুদ্ধ হবে ...।।সেটা খুব বেশি দূরে নয়।


Top 10 অ্যাকুস্টিক গিটার Song ব্লগ লিঙ্ক mp3 ডাউনলোড লিঙ্ক সহ ।দেখি আপনাদের সাথে মিলে কিনা

বাঙ্গালী বীর যাদের না চিনলে বাঙালি হিসেবে জীবন বৃথা

জোছনা আর সেই মেয়েটি
পলিটিক্যাল জোক ও একটি আষাঢ়ে ছবি





আমি বাচতে চাই,সে জন্য শেখ,জিয়া কি জিনিস না জানলেও চলবে!

আমার দেখা প্রিয় কিছু অ্যানিমেশন মুভি ( যে গুলো না দেখলে জীবন বৃথা )
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১৪