ষোলোশ শতকের জাপানের Kansuke Yamamoto নামে একজন সামুড়াই স্বপ্ন দেখতে থাকে একটি একত্রিত এবং শান্তিপূর্ণ জাতির যেটি সাগর থেকে সাগর পর্যন্ত বেষ্ঠিত থাকবে। সে Kai সাম্রাজ্যের রাজা Takeda-র সেনাবাহিনীতে যোগ দেয়। অচিরেই যুদ্ধ কৌশলে নিজের পান্ডিত্য জাহির করে সে রাজার আস্থাভাজন হয়ে উঠে। রাজাকে সে প্রভাবিত করে প্রতিবেশী রাজ্যের রাজাকে কৌশকে মেরে ফেলে সে রাজ্য দখল এবং তার কন্যাকে রক্ষিতা হিসেবে রাখবার। প্রতিবেশী রাজ্য দখল শেষে যখন রাজপ্রাসাদে বন্দী সবাই একে একে আত্মহত্যা করছিল তখন সে রাজকুমারীকে আত্মহত্যায় বাধা দিয়ে রাজী করায় রাজার রক্ষিতা হয়ে থাকতে এবং Takeda-র সন্তান জন্ম দিতে। রাজকুমারী এবং তার সন্তানকে Kansuke নিজের জীবন দিয়ে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। রাজকুমারী Kansuke-র কথা মেনে নেয়। এরপর Kansuke তার সমরাস্ত্রের জ্ঞান, যুদ্ধকৌশল এবং নানান ছল-চাতুরীর আশ্রয় নিয়ে Takeda রাজ্যের পরিধি বাড়াতে থাকে। স্বপ্ন দেখতে থাকে Takeda এবং রাজকুমারীর সন্তানকে যোগ্য উত্তরাধিকারী হিসেবে গড়ে তুলবার এবং তৈরী হতে থাকে Echigo বাহিনীর সাথে চুড়ান্ত একটি লড়াইয়ের। এই শেষ লড়াইটি জিততে পারলেই Kansuke-র সে স্বপ্নের দেশ যেটি সাগর থেকে সাগর পর্যন্ত বেষ্টিত, সেই স্বপ্ন পূরণ হয়।
Kansuke Yamamoto-র রুলকে মর্যাদা দিয়েছেন তশিরু মিফিয়ন, যাকে আমি চলতে ফিরতে সামুড়াই আখ্যা দিয়েছি। এমন তার চলন, আর বলনের বাহার যে তাকে দেখলেই সামুড়াই বলে সমীহ করতে হয়। আর সামুড়াইদের এমন বাচনভঙ্গী, এমন বাহারী রকমের পোশাক আশাক যে এদের দেখলেই শরীরের ভেতর রক্ত টগবগ করে ফুটতে থাকে।
এখানে বলে রাখি এই মুভিটি সত্যিকারের ঐতিহাসিক ঘটনাবলীর প্রেক্ষাপটে নির্মিত। আরো জানতে চাইলে নামের ভেতর দেয়া লিঙ্কগুলোতে ক্লিক করে জানতে পারবেন।
IMDB-র রেটিং ১০ এ ৭
http://www.imdb.com/title/tt0064353/
অনলাইনে দেখতে চাইলে এইখানে ক্লিক করুন
আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা
আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা - ২
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১১ রাত ১২:১১