আপনারা নিশ্চয় লক্ষ করে থাকবেন আমাদের ছেলেরা সবাই সাকিব খান হতে চায়,সালমান খান হতে চায় কেউ এফ আর খান হতে চায় না । আমাদের মেয়েরা কাটরিনা হতে চায়, নায়লা নাঈম হতে চায় কিন্তু কেউ কানিজ ফাতেমা হতে চায় না। আমরা কি আমাদের আগামী প্রজন্মকে সঠিক স্বপ্ন দেখাতে ভুলে গেছি ? আমরা কি তাদের সঠিক শিক্ষা দিতে পারছি ?
আমাদের শিক্ষা কারিকুলাম সময়ের সাথে সাথে পরিবর্তন করা হচ্ছে এর ব্যাখ্যা হিসাবে বলা হচ্ছে যুগের সাথে তাল মেলানো হচ্ছে। আসলে কি উন্নতি কিছু হচ্ছে ? আপরাধ বিজ্ঞানীরা বলছেন, আমাদের সমাজে কিশোর অপরাধীদের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে, আবার এই বিপুল সংখ্যার কিশোরদের ভিতর থেকেই বের হবে আগামি দিনের রাষ্টনায়করা। আপনি কি মনে করেন এই কিশোরদের ভিতর থেকে সঠিক ও দেশ-প্রেমিক রাষ্টনায়করা বের হতে পারবে?
আপনি আপনার সন্তানকে পাশ্চাত্যের কালচারে মানুষ করবেন,বেপর্দা-বেহায়াপনাকে আধুনিকতা মনে করবেন,সালমান,শারুখ,পুনমপান্ডে,সানিলিওনদের মডেল ধরে সন্তানদের মানুষ করেবেন আর তাদেরকে আশা করবেন একটা সু-সন্তান হিসাবে,তাই কি হয় বলুন ? যদি আপনি বাড়ির উঠানে আদর করে শুকুর ছানা পতিপালন করেন তাহলে তার সাইড ইফেক্ট হিসাবে দুর্রগন্ধময় একটা পরিবেশ পাওয়া আপনার জন্য ফরজ
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৬ দুপুর ১:১৬