ময়ূর ও ময়ূরী-১০
একদিন তুমি আমি
মনে মনে লুকোচুরি
আনকোরা অনুভুতি,
সব ভাঁজ খুলে খুলে
জেনে যাও অলিগলি,
সুখসুখ অনুভবে, নিরবে সরবে,
অবিরাম মাখামাখি।
অতপর কিছুকাল,
কেটে যায় টক-ঝাল
আমি আমি আমি আমি
তুমি তুমি তুমি তুমি,
চাঁদ-তারা ভাঁজ খোলা
রাতদিন জল ঘোলা,
থাকেনা কিছুই দুজনার
চুমুতে চুমুতে জুড়াবার।
কথা ছিল কত কি!
বোঝা বুঝি সোজাসুজি
হেসে খেলে এলে বেলে
তুমি আমি কোলে বুকে
এঁটে রব ভালবেসে
আলো আর আঁধারে,
জীবনের শাখে... বাকিটুকু পড়ুন