যখন দেখবে তোমার প্রয়োজন তোমার ভালবাসার মানুষটির কাছে ফুরিয়ে গেছে তখন নিরব প্রস্থানই better..কেননা যদি তোমার ভালবাসার মানুষটির কাছে তোমার বিন্দুমাত্র প্রয়োজনীয়তা থাকত তবে সে তোমাকে ধরে রাখত..কখনই অবহেলা করত না.. কি ভাবছ?তার সাথে কথা বলবে?তুমি কি ভেবেছ? সে অবুঝ? সে যে তোমাকে অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছে এটা সে বুঝতে পারছে না?
কাউকে এতটা বোকা ভেব না..ভালবাসার মোহে অন্ধ হয়ে যেও না..নিজের
আত্মসম্মান বিসর্জন দিয়ে তাকে প্রশ্ন করতে যেও না..সদুত্তরের চেয়ে কষ্টই পাবে কারণ সে যে তোমাকে প্রাপ্য অধিকার থেকে দূরে সরিয়ে দিয়েছে..তাই তাকে করুণা কর কারণ সে তার জীবনের অমূল্য সম্পত্তি হারাচ্ছে,তুমি নও..আর তা একদিন সে নিজেই বুঝবে,এটাই বিধাতার নিয়ম..তাই উঠে দাড়াও,হারানোর বেদনার জলগুলো মুছে ফেল..মনে রেখ তোমার হারানোর কিছুই ছিল না,ছিল তার..তাই হাসিমুখে তার প্রতি অনুভূতির জানালাগুলো বন্ধ করে দাও..u will survive..কারণ তার সমস্ত অবহেলা আর কষ্টের মাঝেও তুমি বেঁচে ছিলে,থাকবে....
ছবি: favim
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৩ রাত ১১:০৮