খোলা চিঠি-২ : নওতো তুমি পরজীবি মেয়ে...তোমার আলোতে হও তুমি আলোকিত
প্রিয়তমা নারী,
সমাজে তোমার কত রূপ,নানা সম্পর্কের নানা মাত্রায় তুমি সজ্জিত।কত মমতায় কত ভালবাসায় তুমি আকড়ে রেখেছ তোমার ঘর তোমার সমাজ।কিন্তু আজও তোমার মতামতটি তুলে রাখ তুমি সমাজকর্তাটির জন্য।তোমার সমাজের পুরুষটির জন্য বাঁচতে বাঁচতে হয়ত তুমি ভুলে গেছ নিজে বেঁচে থাকা।সময় কোথায় নিজের জন্য তোমার? ... বাকিটুকু পড়ুন